রামপুরহাট, 7 মে : কাশ্মীরে শহিদ জওয়ানদের স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানালেন কয়েকজন যুবক । গতকাল সন্ধ্যায় রামপুরহাটের পাঁচমাথা মোড়ে জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে মোমবাতি জ্বালানো হয় ।
কাশ্মীরে শহিদ 5 জওয়ানকে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা রামপুরহাটে - রামপুরহাট
জম্মু-কাশ্মীরে কুপওয়ারা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন এক মেজর সহ পাঁচ জওয়ান । তাঁদের শ্রদ্ধা জানিয়ে গতকাল মোমবাতি জ্বালানো হয় রামপুরহাটে ।
rampurhat
শনিবার রাত থেকে জম্মু-কাশ্মীরে কুপওয়ারা জেলায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়েছিল । সেই সময় জঙ্গিদের সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয়। শহিদ হন এক মেজর সহ পাঁচ জওয়ান । নিকেশ হয় দুই জঙ্গিও ।
কোরোনা আতঙ্কে এখন প্রায় সকলেই ঘরবন্দী । কিন্তু কর্তব্য পালন করে চলেছেন সেনা জওয়ানরা । এই পাঁচ জওয়ানের দেশের জন্য বলিদান স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন রামপুরহাটের ওই যুবকরা । গতকাল সন্ধ্যায় শহিদদের শ্রদ্ধা জানান তাঁরা । জ্বালানো হয় মোমবাতি ।