পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Khottadhi Road Accident : খোট্টাডিতে পথ দুর্ঘটনায় মৃত তিন, আহত সাত - ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের ভাটা মোড় এলাকায়

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের, আহত সাত জন । ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের ভাটা মোড় এলাকায় (Khottadhi Road Accident) ।

Khottadhi Road Accident
খোট্টাডিতে পথ দুর্ঘটনায় মৃত তিন, আহত সাত

By

Published : Jan 23, 2022, 2:28 PM IST

দুর্গাপুর, 23 জানুয়ারি : বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের, আহত সাত জন । রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের ভাটা মোড় এলাকায় (Seven people died in Khottadhi Road Accident)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে 60 নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মৃদুলা দাস ও সিদ্ধার্থ রায়ের ৷ পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হয় চালকের । ফাঁকা রাস্তা থাকায় গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল, সেসময়েই কোনও গাড়ির পিছনে এই যাত্রীবোঝাই ইকো গাড়িটি ধাক্কা মারে বলে পুলিশের প্রাথমিক অনুমান ।

আরও পড়ুন : নিছক দুর্ঘটনা নাকি খুন ? সালকিয়ার সিসিটিভি ফুটেজ ভাবাচ্ছে পুলিশকে

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের ৷

প্রত্যেকেরই বাড়ি পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন এলাকার । বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে বীরভূমের সিউড়ি থেকে গাড়ি করে তাঁরা বাড়ি ফিরছিলেন । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ । দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে আনা হয় থানায় । অতিরিক্ত কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান স্থানীয়দের ।

ABOUT THE AUTHOR

...view details