দুর্গাপুর, 23 জানুয়ারি : বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের, আহত সাত জন । রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের ভাটা মোড় এলাকায় (Seven people died in Khottadhi Road Accident)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে 60 নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মৃদুলা দাস ও সিদ্ধার্থ রায়ের ৷ পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হয় চালকের । ফাঁকা রাস্তা থাকায় গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল, সেসময়েই কোনও গাড়ির পিছনে এই যাত্রীবোঝাই ইকো গাড়িটি ধাক্কা মারে বলে পুলিশের প্রাথমিক অনুমান ।