কালনা, 9 জুন : ক্যাটালিনা চ্যানেল জয় করলেন কালনার সায়নী দাস । বুলা চৌধুরির পর সায়নী দ্বিতীয় বাঙালি যিনি ক্যাটালিনা চ্যানেল জয় করলেন । তাঁর জয়ে উচ্ছ্বসিত পরিবার ।
অ্যামেরিকার সময়ে রাত 11 টা 37 মিনিট । প্রশান্ত মহাসাগরের উলটো স্রোত । রয়েছে হাঙর থেকে শুরু করে সামুদ্রিক কাঁটা জাতীয় গাছ । যা নিমেষেই বন্ধ করে দিতে পারে লক্ষ্যপূরণের রাস্তা । কিন্তু মনে আত্মবিশ্বাস আর লক্ষ্যপূরণের অদম্য ইচ্ছা নিয়ে 12 ঘণ্টা 46 মিনিটে লক্ষ্যভেদ করল এক বাঙালি কন্যা । নাম সায়নী । কালনার বাসিন্দা ।
ওপেন ওয়াটার সুইমিংয়ে ট্রিপল ক্রাউন বলতে যে তিনটি চ্যানেল জয়ের কথা বোঝায় তার একটি ক্যাটালিনা । ক্যাটালিনা দ্বীপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মূল দ্বীপ পলোস ভর্দসের মধ্যে প্রায় 32 কিলোমিটারের চ্যানেলের নাম ক্যাটালিনা । কালো আর ঠান্ডা জল, তার সঙ্গে হাঙর, অক্টোপাসের উপদ্রবের কারণে এই চ্যানেল জয় করা মোটেই সহজ নয় । 2002 সালে বুলা চৌধুরি প্রথম বাঙালি হিসেবে এই ক্যাটালিনা চ্যানেল জয় করেন । আর 8 জুন সায়নীর হাত ধরেই ফের বাঙালির মাথায় ক্যাটালিনা জয়ের মুকুট উঠল ।
কখনও পাড়ার পুকুরে বা ভাগীরথী নদির উলটো স্রোতে অনুশীলন করে সাঁতার জগতে প্রবেশ করেন 27 বছরের সায়নী দাস । 2017 সালে ইংলিশ চ্যানেল জয় করেন । পরের বছর 2018 সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল জয় করেন । বাবা তথা কোচ রাধেশ্যাম দাস ও মা রূপালি দাসই ছিল তাঁর অনুপ্রেরণা ।