পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সর্বমঙ্গলা মন্দিরে বাতিল হালখাতার অনুষ্ঠান - west bengal temple condition in lock down period

প্রত্যকবার পয়লা বৈশাখের দিন বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে অনুষ্ঠিত হয় হালখাতার অনুষ্ঠান । এবারে তা বন্ধ থাকছে । প্রবেশ নিষিদ্ধ হয়েছে দর্শনার্থীদের ।

temple
সর্বমঙ্গলা মন্দির

By

Published : Apr 12, 2020, 11:01 AM IST

বর্ধমান, 12 এপ্রিল: লকডাউনের জন্য এবার পয়লা বৈশাখ সর্বমঙ্গলা মন্দিরের হালখাতা অনুষ্ঠান বাতিল করা হল । তবে ওইদিন যেভাবে ভোগ দিয়ে দেবীর আরাধনা করা হয় তা যথারীতি হবে । মন্দিরের ভিতরে পুজো করবেন কয়েকজন পুরোহিত । মন্দিরে দর্শনার্থীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ।

কোরোনা সংক্রমণ রোধে গোটা দেশেই জারি রয়েছে লকডাউন । জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করতে বন্ধ রাখা হচ্ছে বহু মন্দির । অন্যান্য মন্দিরের মতো মার্চ মাস থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরও । এখানে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি বোর্ড । সাধারণ দর্শনার্থীদের পুজো দিতে আসার ক্ষেত্রেও বাধা-নিষেধ আরোপ করা হয়েছে । লকডাউনের মধ্যেই রয়েছে পয়লা বৈশাখ । ওইদিন মন্দিরে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় হালখাতার অনুষ্ঠান । ভক্তদের মধ্যে ভোগ বিতরণও চলে । তবে এবার সেসব বন্ধ থাকছে । পুজো হলেও দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না মন্দিরের ভিতর ।

বর্ধমান সর্বমঙ্গলা ট্রাস্টি বোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, "কোরোনা সংক্রমণ রোধে এই বছর সর্বমঙ্গলা মন্দিরে পয়লা বৈশাখের দিন হালখাতা অনুষ্ঠান বাতিল করা হয়েছে । সেদিন যে পুরোহিতদের পালা আছে তাঁরাই শুধুমাত্র দেবীকে নিয়ম মেনে ভোগ নিবেদন করবেন ।"

ABOUT THE AUTHOR

...view details