বর্ধমান, ২০ মার্চ : লোকসভা নির্বাচন উপলক্ষ্যে বর্ধমানের টাউনহলে BJP-র শক্তি কেন্দ্র প্রমুখদের নিয়ে গতকাল কর্মিসভা অনুষ্ঠিত হয়। কর্মিসভায় চূড়ান্ত বিশৃঙ্খলা দেখে একপ্রকার বিরক্ত হয়েই সভাস্থান ছেড়ে চলে যান আমন্ত্রিত RSS নেতারা। BJP-র তরফ থেকে এই অভিযোগ করা হয়। বুথ সভাপতিদের বক্তব্য শুনেও কার্যত হতাশ BJP-র রাজ্য নেতৃত্ব।
গতকাল টাউনহলে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বুথ ভিত্তিক শক্তি কেন্দ্রের সদস্যরা কর্মিসভায় যোগ দেন। সেই কর্মিসভায় উপস্থিত ছিলেন BJP রাজ্য সহসভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি, BJP কেন্দ্রীয় কমিটির সদস্য দীনেশ সিং প্রমুখ। এছাড়াও কর্মিসভায় যোগ দেওয়ার জন্য জেলার RSS নেতাদের আমন্ত্রণ জানানো হয়।
BJP সূত্রে জানা গেছে, টাউনহলে অনুষ্ঠিত কর্মিসভা নির্দিষ্ট সময়ের অনেক পরে শুরু হওয়ার কারণে কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়। রাজ্য ও জেলা নেতৃত্ব কর্মীদের বারবার শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এবং পরক্ষণেই কর্মীদের শান্ত করতে চেষ্টা করেন RSS নেতারা। কিন্তু তাঁরাও ব্যর্থ হলে চিৎকার-চেঁচামেচি, হই-হট্টগোলের মধ্যে দিয়েই কর্মিসভা শুরু হয়। কর্মীদের শান্ত করতে না পেরে শেষ পর্যন্ত সভাস্থান ছেড়ে চলে যান RSS নেতারা।
অন্যদিকে, জেলা পর্যবেক্ষক নির্মল কর্মকার কর্মীদের কাছ থেকে বুথের সংখ্যা, এলাকায় বুথকর্মীর সংখ্যা ইত্যাদি প্রশ্নের সঠিক উত্তর না পেয়ে বিরক্ত বোধ করেন। যদিও BJP-র জেলা নেতৃত্ব বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি।