কালনা, 5 সেপ্টেম্বর : করোনা প্যানডেমিক সাধারণ মানুষের পাশাপাশি প্রাণ কেড়েছে এরাজ্যের বহু চিকিৎসকের ৷ এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কালনার এক চিকিৎসকের ৷ প্রয়াত হলেন চিকিৎসক গৌরাঙ্গ গোস্বামী। যিনি মানুষের কাছে 'পাঁচ টাকার ডাক্তারবাবু' নামেই পরিচিত ছিলেন। গতকাল তিনি কলকাতার একটা বেসরকারি হাসপাতালের প্রয়াত হন। মৃত্যুকালে বয়স হয়েছিল 71 বছর। তাঁর মৃত্যূতে কালনা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।
ডাঃ গৌরাঙ্গ গোস্বামীকে সকলেই একডাকে পাঁচ টাকার চিকিৎসক বলেই চিনতেন । কালনার ফটকদ্বার এলাকার বাসিন্দা ছিলেন তিনি। শুধু কালনা নয় নদিয়ার নবদ্বীপ, শান্তিপুর এমনকি কলকাতা থেকেও তার কাছে চিকিৎসার জন্য আসতেন রোগীরা। মাত্র পাঁচ টাকা ফিজ নিয়ে তিনি চিকিৎসা করতেন । প্রথম প্রথম তিনি তিন টাকা ফিজ নিয়ে চিকিৎসা করতেন । পরে ফিজ দু টাকা বাড়িয়ে পাঁচ টাকা করেছিলেন ।