পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train Service Disruption: প্যান্টোগ্রাফ ভেঙে জোড়া ট্রেনে বিপত্তি, বিপাকে যাত্রীরা - burdwan train

প্যান্টোগ্রাফ ভেঙে জোড়া ট্রেনে বিপত্তি ৷ শুক্রবার ঝড়ের কারণে প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় আটকে পড়ে আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ও হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। বিপাকে যাত্রীরা ৷

Etv Bharat
প্যান্টোগ্রাফ ভেঙে জোড়া ট্রেনে বিপত্তি

By

Published : Jun 9, 2023, 10:17 PM IST

Updated : Jun 9, 2023, 10:56 PM IST

বর্ধমান, 9 জুন: প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় বিপত্তি আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ও হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের। শুক্রবার ঝড়ের কারণে প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় স্টেশনে আটকে পড়ে ট্রেন ৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ অন্যদিকে এই বিপত্তির কারণে সমস্যায় পড়েন অফিস ফেরত নিত্য যাত্রীরা ৷

রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধে নাগাদ সরাইঘাট এক্সপ্রেস, বনপাশ স্টেশনে ঢোকার মুখে প্যান্টোগ্রাফ ভেঙে যায়। সেই কারণে ট্রেনটি বনপাশ স্টেশনেই আটকে পড়ে। অন্যদিকে, মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় ট্রেনটি ঝাপটের ঢাল স্টেশনে আটকে পড়ে। ফলে বর্ধমান রামপুরহাট লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল। জোড়া বিপত্তির কারণে বর্ধমান-রামপুরহাট লোকাল আটকে পড়ে বর্ধমান ও তালিত স্টেশনের মাঝে, আপ বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার দাঁড়িয়ে পড়ে বর্ধমান স্টেশনে।

এই বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।" যাত্রী গৌরব সিং বলেন, মুম্বই থেকে ফিরছি। হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরি। রোগীকে নিয়ে ট্রেনে চেপে মালদা যাচ্ছি। বনপাশ স্টেশনে ট্রেনে বিপত্তি দেখা দেওয়ায় ট্রেন অনেকক্ষণ ধরে আটকে আছে। ট্রেনে রোগী থাকায় খুব সমস্যায় পড়েছি।"

শুধু তাই নয়, বনপাশ স্টেশনে সরাইঘাট এক্সপ্রেস ঢোকার মুখে ট্রেনটি দাঁড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় রেল ক্রসিং। ফলে আশেপাশের গ্রামের মানুষজন রেল গেটে আটকে পড়েন। দীর্ঘক্ষণ ধরে রেলগেট বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে যানজটের ৷ বর্ধমান স্টেশনের স্টেশন মাস্টার স্বপন ভট্টাচার্য বলেন, "বর্ধমান রামপুরহাট লাইনের দুটি স্টেশনে দুটি ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে গিয়েছে। ওই দুটি ট্রেন দাঁড়িয়ে পড়ায় লাইনে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। রেলের ইঞ্জিনিয়াররা দ্রুত গতিতে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছেন।"

আরও পড়ুন: দুর্গ-পুরী এক্সপ্রেসে আগুন ! এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

প্রসঙ্গত, 2 জুন হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার পর আরও বেশ কিছু ট্রেন দুর্ঘটনার খবর সামনে এসেছে ৷ বৃহস্পতিবার মধ্যরাতে চেন্নাইয়ের সেন্ট্রাল স্টেশনে লাইনচ্যুত হয় জন শতাব্দী এক্সপ্রেস ৷ হতাহতের কোনও খবর নেই ৷ প্রায় 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ পাশাপাশি, ওড়িশার খারিয়ার স্টেশনে দুর্গ-পুরী এক্সপ্রেসে আগুন লাগে ৷ এসি বগির ব্রেকপ্যাডে যান্ত্রিক ত্রুটি থেকে এই আগুন ৷ তড়িঘড়ি ছুটে আসেন রেলের আধিকারিকরা ৷ কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷ এক ঘণ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

Last Updated : Jun 9, 2023, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details