বর্ধমান, 9 জুন: প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় বিপত্তি আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ও হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের। শুক্রবার ঝড়ের কারণে প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় স্টেশনে আটকে পড়ে ট্রেন ৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ অন্যদিকে এই বিপত্তির কারণে সমস্যায় পড়েন অফিস ফেরত নিত্য যাত্রীরা ৷
রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধে নাগাদ সরাইঘাট এক্সপ্রেস, বনপাশ স্টেশনে ঢোকার মুখে প্যান্টোগ্রাফ ভেঙে যায়। সেই কারণে ট্রেনটি বনপাশ স্টেশনেই আটকে পড়ে। অন্যদিকে, মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় ট্রেনটি ঝাপটের ঢাল স্টেশনে আটকে পড়ে। ফলে বর্ধমান রামপুরহাট লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল। জোড়া বিপত্তির কারণে বর্ধমান-রামপুরহাট লোকাল আটকে পড়ে বর্ধমান ও তালিত স্টেশনের মাঝে, আপ বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার দাঁড়িয়ে পড়ে বর্ধমান স্টেশনে।
এই বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।" যাত্রী গৌরব সিং বলেন, মুম্বই থেকে ফিরছি। হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরি। রোগীকে নিয়ে ট্রেনে চেপে মালদা যাচ্ছি। বনপাশ স্টেশনে ট্রেনে বিপত্তি দেখা দেওয়ায় ট্রেন অনেকক্ষণ ধরে আটকে আছে। ট্রেনে রোগী থাকায় খুব সমস্যায় পড়েছি।"