পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় মৃত্যু পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের

নারায়ণ হাজরা চৌধুরি কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ বয়সের কারণে কোরোনার সংক্রমণের জেরে শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না বলে বর্ধমানের কোরোনা হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷

purba_bardawan_dist_paraishad_leader_narayan_hajra_chowdhari_die_on_covid19_infection
কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের

By

Published : Oct 30, 2020, 7:28 PM IST

পূর্ব বর্ধমান, 30 অক্টোবর : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্য়ু হল পূর্ব বর্ধমানের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্য়ক্ষ নারায়ণ হাজরা চৌধুরির । বয়স হয়েছিল 67 বছর । তিনি কোরোনায় আক্রান্ত হয়ে বর্ধমান কোরোনা হাসপাতালে ভরতি ছিলেন ৷ শুক্রবার তাঁর মৃত্য়ুর খবর পেয়ে মন্ত্রী স্বপন দেবনাথ হাসপাতালে যান ৷

নারায়ণ হাজরা চৌধুরি কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ বয়সের কারণে কোরোনার সংক্রমণের জেরে শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না বলে বর্ধমানের কোরোনা হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷

জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্য়ক্ষের মৃত্য়ুর খবর পেয়ে মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা হাসপাতালে যান ৷ এই নিয়ে মন্ত্রী শোকপ্রকাশ করে বলেন, এটা খুবই দুর্ভাগ্য়জনক এবং কষ্টের ৷ তিনি বলেন, এর আগেও অনেক কোরোনা আক্রান্তের খবর নিতে তিনি এসেছিলেন ৷ কিন্তু দলের সক্রিয় একজন কর্মীকে এভাবে হারানোটা বড় ক্ষতি ।

ছাত্র রাজনীতি করে ওঠা নারায়ণ হাজরা চৌধুরি মন্তেশ্বর বিধানসভা থেকে নির্বাচনে লড়েছিলেন ৷ তাঁর মৃত্যু সংগঠনের অপূরনীয় ক্ষতি বলে মনে করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details