বর্ধমান, 18 জুন: "তৃণমূল কংগ্রেসের টিকিট না-পেয়ে যারা নির্দল হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, তাঁরা যদি মনোনয়ন পত্র প্রত্যাহার না-করে নেন তাহলে দল কড়া ব্যবস্থা নেবে।" রবিবার সাংবাদিকদের এমনটাই জানালেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা ভুল বোঝাবুঝি করে নির্দল হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছে তাদের কাছে আবেদন তারা যেন মঙ্গলবারের মধ্যে প্রার্থীপদ প্রত্যাহার করে নেয়। আর তা না-করলে দল যথাযথ ব্যবস্থা নেবে।"
তৃণমূল কংগ্রেসের প্রার্থীপদ ঘোষণার পর থেকেই জেলাজুড়ে দলের অন্দরে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অনেক নেতা কর্মীর অভিযোগ, দলের জন্মলগ্ন থেকে দলের জন্য লড়াই করলেও তাঁদের টিকিট দেওয়া হয়নি। অথচ যারা অন্যদলে থেকে তৃণমূলের ক্ষতি করা চেষ্টা করছিলেন আজ তাঁরাই দলের কাছে সম্পদ। আর এরপরেই জেলাজুড়ে বিভিন্ন ব্লকে তৃণমূলের টিকিট না-পেয়ে নির্দল হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। পরবর্তীতে নড়েচড়ে বসে দল।