বর্ধমান, 20 অগাস্ট : জেলাশাসকের দপ্তরের বাইরে লাগানো পোস্টার । আর তাতে বড় বড় করে লেখা, 'প্রশাসনের নাকের ডগায় চলছে প্রতারণা চক্র'। আর এই পোস্টারকে ঘিরেই বর্ধমান শহরে শুরু হয়েছে বিতর্ক । ঘটনায় তিন জনকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ ।
গতকাল বর্ধমান শহরে জেলাশাসকের দপ্তরের বাইরে ওই পোস্টার দেখা যায় । সেই পোস্টারে লেখা, প্রশাসনের নাকের ডগায় প্রতারণা চক্র চলছে । পাশাপাশি পোস্টারে দাবি করা হয়, বিভিন্ন জেলার ছেলেদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে 50 কোটি টাকা কাটমানি নেওয়া হয়েছে । শুধু তাই নয়, শ্লীলতাহানি ও POCSO-কে হাতিয়ার করে প্রশাসনিক সন্ত্রাস চলছে বলেও লেখা হয় ওই পোস্টারে । পাশাপাশি সুবিচার চেয়ে লজ্জা না দেওয়ার অনুরোধও করা হয়েছে এই পোস্টারে । তবে, কে বা কারা এই পোস্টার দিয়েছে সেবিষয়ে কিছুই লেখা নেই । ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে ।
লোকসভা নির্বাচনের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের কাটমানি ফেরতে নির্দেশ দেন । তারপর থেকেই রাজ্যের সর্বত্র কাটমানির খবর প্রকাশ্যে আসতে শুরু করে । তৃণমূল নেত্রী স্বয়ং কাটমানি ফেরত দিতে বলায় খানিকটা সাহস পায় সাধারণ মানুষ । বিভিন্ন জায়গায় কাটমানি নিয়ে শুরু হয় প্রতিবাদ । প্রতিবাদ জানাতে অনেকেই সরকারি দপ্তরের সামনে কাটমানির অভিযোগ তুলে পোস্টার লাগাতে থাকে । যা নিয়ে মাঝেমধ্যেই উত্তেজনা ছড়ায় সংশ্লিষ্ট এলাকায় । এবার সেই পোস্টার লাগানো নিয়ে উত্তেজনা ছড়াল বর্ধমান শহরে ।
এবিষয়ে জেলাশাসক বিজয় ভারতী বলেন, "কে বা কারা পোস্টার লাগিয়েছে জানি না । তবে, শুনেছি পোস্টার লাগানো হয়েছে । যারা এই পোস্টার লাগিয়েছে আগে তাদের খুঁজে বের করা হোক । আমি তাদের থেকে জানতে চাই এই 50 কোটি টাকার সমীকরণটা আসছে কোথা থেকে । তারা যদি বিষয়টা প্রমাণ করতে পারে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।"