পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আউশগ্রামে কোরোনায় আক্রান্ত চেন্নাই ফেরত শ্রমিক - কোভিড ১৯

পূর্ব বর্ধমানে ফের একজন কোরোনায় আক্রান্ত হয়েছেন । সম্প্রতি তিনি চেন্নাই থেকে ফিরেছেন বলে খবর । গতকাল তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।

aa
শ্রমিক

By

Published : May 24, 2020, 11:35 AM IST

আউশগ্রাম, 24 মে : এবার কোরোনায় আক্রান্ত হলেন চেন্নাই থেকে ফেরা এক শ্রমিক । পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বাসিন্দা তিনি ।

পেশায় রাজমিস্ত্রি ওই ব্যক্তি মাস পাঁচেক আগে স্ত্রী-পরিবার নিয়ে চেন্নাই গেছিলেন । মঙ্গলবার সপরিবারে আউশগ্রামের বাড়িতে ফিরে আসেন । ফেরার পর হাসপাতাল থেকে তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল । ওইদিনই তাঁকে অভিরামপুরের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছিল । দু'দিন রাখার পর বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয় তাঁকে । বলা হয় হোম কোয়ারানটিনে থাকতে ।

গতকাল তাঁর কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে । রিপোর্ট পাওয়ার পর ওই এলাকাকে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে । বাইরে থেকে গ্রামে প্রবেশ কিংবা গ্রাম থেকে বাইরে বেরোনো নিষিদ্ধ করা হয়েছে । কারা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখছে প্রশাসন । ওই ব্যক্তিকে দুর্গাপুরের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details