পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্ব বর্ধমানে দেড় হাজার ছাড়াল কোরোনা আক্রান্তের সংখ্যা

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1575 জন । এদের মধ্যে 425 জনের চিকিৎসা চলছে । সুস্থ হয়ে উঠেছে 1116 জন । আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জেলায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 208টি তে ।

purba bardhaman
পূর্ব বর্ধমান

By

Published : Aug 13, 2020, 3:39 AM IST

বর্ধমান, 13 অগাস্ট : ফের পূর্ব বর্ধমানে নতুন করে 77 জন কোরোনায় আক্রান্ত হলেন । ফলে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেল । গত 24 ঘন্টায় অবশ্য কেউ মারা যায়নি । এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 34 ।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1575 জন । এদের মধ্যে 425 জনের চিকিৎসা চলছে । সুস্থ হয়ে উঠেছে 1116 জন । আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জেলায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 208টি তে । এদিন জেলায় যে 77 জন আক্রান্ত হয়েছে তাদের মধ্যে বর্ধমান শহরের বাসিন্দা রয়েছে 24 জন । মেমারি পৌরসভার দুই জন, কালনা পৌরসভার দুই জন,আউসগ্রাম দুই নম্বর ব্লকের নয় জন, বর্ধমান এক নম্বর ব্লকের সাত জন, বর্ধমান দুই নম্বর ব্লকের তিন জন, গলসি এক নম্বর ব্লকের এক জন, গলসি দুই নম্বর ব্লকের চার জন, মেমারি এক নম্বর ব্লকের 11 জন, মেমারি দুই নম্বর ব্লকের দুই জন, কেতুগ্রাম এক নম্বর ব্লকের তিন জন, মঙ্গলকোট ব্লকে এক জন, খণ্ডঘোষ ব্লকে পাঁচ জন, ভাতার ব্লকে এক জন ও পূর্বস্থলী দুই নম্বর ব্লকে দুই জন আক্রান্ত হয়েছেন ।

জেলায় নতুন করে যে 77 জন আক্রান্ত হয়েছে তাদের মধ্যে 15 জন আছেন পরিযায়ী শ্রমিক । আক্রান্তদের মধ্যে 2 জনের কোরোনা উপসর্গ মিলেছে । 75 জন উপসর্গহীন । কী কারণে এদিন 77 জন কোরোনায় আক্রান্ত হয়েছে সেটা খতিয়ে দেখতে গিয়ে জেলা প্রশাসন জানতে পেরেছে, 28 জন আক্রান্ত হয়েছে কোরোনা রোগীর সংস্পর্শে আসায় । রাজ্যের অতি সংক্রমিত জেলা থেকে ফিরে তিন জন আক্রান্ত হয়েছেন । ভিন রাজ্য থেকে ফিরে আক্রান্ত হয়েছে 12 জন । তবে 34 জনের কোনও ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details