বর্ধমান, 28 নভেম্বর : ধর্ষণ নিয়ে মন্তব্যের জেরে রাজ্য BJP-র মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । কিন্তু সেই মন্তব্য করার পরেও অনুতপ্ত নন BJP নেত্রী । উলটে তিনি বলেন তিনি যে কথা বলেছিলেন সেটাই সত্যি ।
ধর্ষণ-মন্তব্যে অনুতপ্ত নন অগ্নিমিত্রা - বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল
দু'দিন আগে দুর্গাপুরের বুদবুদে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে । তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । ওই নাবালিকার সঙ্গে দেখা করে তার পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন অগ্নিমিত্রা পল ।
শনিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এক নিগৃহীতাকে দেখতে আসেন BJP সভানেত্রী । দুদিন আগে দুর্গাপুরের বুদবুদে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে । তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । ওই নাবালিকার সঙ্গে দেখা করে তার পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন অগ্নিমিত্রা পল ।
পরে অগ্নিমিত্রা অভিযোগ করে বলেন , "ওই নাবালিকার জন্য হাসপাতালে কোনও আলাদা বেডের ব্যবস্থা করা হয়নি । তার ঠিকমতো চিকিৎসা হচ্ছে না ।" ধর্ষণ প্রসঙ্গে তিনি বলেন ,"আমি তো মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে সেই কথাই বলেছি । আমি কি কোনও মিথ্যে কথা বলেছি ? মাননীয়া মুখ্যমন্ত্রী যে রেট বেঁধে দিয়েছিলেন নাবালিকা হলে 30 হাজার টাকা, সাবালিকা হলে 20 হাজার টাকা ধর্ষণের রেট । পৃথিবীতে কোনও জায়গায় শুনেছেন যে ধর্ষণের রেট হয় ?"