জামালপুর, 2 অগাস্ট : পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে নয় জন আক্রান্ত হলেন কোরোনায় । একদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 39 জন । আতঙ্কের জেরে বন্ধের মুখে ব্লক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিষেবা ।
জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আক্রান্ত দুই চিকিৎসক সহ নয় জন স্বাস্থ্যকর্মী - Nine health workers were tested positive for corona
পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে নয় জন আক্রান্ত হলেন কোরোনায় । আক্রান্তের সংখ্যা বেড়ে 39 ৷
ব্লক স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে দুই চিকিৎসক, তিনজন নার্স ও চারজন স্বাস্থ্য কর্মী সহ একদিনে মোট 9 জন আক্রান্ত হয়েছেন কোরোনায় । যার কারণে পরিস্থিতি এমনই কেউ আর চিকিৎসা করতে যেতে সাহস পাচ্ছেন না সেখানে । ফলে হাসপাতালে শুধুমাত্র জরুরি বিভাগ খুলে রাখা হয়েছে । সঙ্গে অন্য বিভাগগুলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । গতকাল ও আজ ওই হাসপাতাল স্যানিটাইজ় করা হবে বলে জানা যাচ্ছে ।
ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, জামালপুর ব্লকে গত 24 ঘণ্টায় 39 জন আক্রান্ত হয়েছেন কোরোনায় । এদের মধ্যে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক আছেন । যাঁরা গুজরাত, মুম্বই, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ থেকে ফিরেছেন । 23 জুলাই তাঁদের পরীক্ষার জন্য লালারস সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ । সেখানে রিপোর্ট আসে পজ়িটিভ ৷ আক্রান্তরা জামালপুরের হিরণ্য গ্রাম, চকদিঘি, কারালা, সোনাগড়িয়া, বাহাদুরপুর, শ্রীমানপুর, কানসরা সহ একাধিক এলাকার বাসিন্দা ।