পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবককে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগে এক মহিলা সহ গ্রেফতার 2

পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে এক যুবককে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগে 2 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ অভিযুক্তদের মধ্যে একজন মহিলা রয়েছেন ৷ তারা সবাই মন্তেশ্বরের বনপুরে কাজ করতে গিয়েছিল ৷

Monteshwar Police arrest 2 person for killing a young man and burying him in East Burdwan
যুবককে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগে এক মহিলা সহ গ্রেফতার 2

By

Published : May 27, 2021, 1:35 PM IST

মন্তেশ্বর(পূর্ব বর্ধমান) 27 মে : যুবককে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলা সহ দু’জনের বিরুদ্ধে । পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ঘটনায় অভিযুক্ত শ্যামল হাঁসদা ও আরতি মুর্মুকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম ফিলিমেন হাঁসদা, বয়স 34 বছর । তাঁর দেহ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে ৷ পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

পুলিশ সূত্রে খবর, মন্তেশ্বরের ধামাচিয়া এলাকার বাসিন্দা ফিলিমেন হাঁসদা । তিনি দিন কয়েক আগে মন্তেশ্বরের বনপুর এলাকায় লতিফ শেখের বাড়িতে কাজ করতে গিয়েছিলেন । সেখানে তাঁর সঙ্গে কাজে গিয়েছিল শ্যামল হাঁসদা ও আরতি মুর্মু । তাদের তিনজনের জন্য মাঠের মধ্যে একটা খামার বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছিল । কিন্তু, দিন কয়েক ধরে ফিলিমেনের কোনও দেখা পাওয়া যাচ্ছিল না ৷ এমনকি তাঁর কোনও খোঁজ মেলেনি ।

আরও পড়ুন : মালদায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ; পণের দাবিতে খুনে অভিযোগ

ছেলের কোনও খবর না পেয়ে ফিলিমেনের বাবা পুলিশের দারস্থ হন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে ফিলিমেনকে শেষবার শ্যামল হাঁসদা ও আরতি মুর্মুর সঙ্গে দেখা গিয়েছিল ৷ এর পর দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই খুনের বিষয়টি জানতে পারে পুলিশ ৷ তারা পুলিশকে জানায় বনপুর গ্রামের খালের ধারে ফিলিমেনের দেহ পুঁতে দেওয়া হয়েছে । পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে । খালের ধার থেকে ফিলিমেনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ কিন্তু, কেন ফিলিমেন হাঁসদাকে খুন করা হল? তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details