পূর্বস্থলী, 5 জুলাই : স্নানের ঘাটে জমেছিল কচুরিপানা । ফলে গ্রামবাসীদের স্নান করতে অসুবিধা হচ্ছিল । আজ ছুটির দিনে নিজে সেই কচুরিপানা পরিষ্কারে হাত লাগালেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ ।
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর বাঁশদহ বিল । বেশ কিছুদিন ধরে তা পরিষ্কার না করায় কচুরিপানা জমতে শুরু করেছিল সেখানে । বিলটির দু'পাশে দু'টি স্নানের ঘাট আছে । গ্রামবাসীরা সেখানে স্নান করতে যান । কচুরিপানা জমে থাকায় স্নানের অসুবিধা হচ্ছিল তাঁদের । এরপর আজ স্বপনবাবু নিজেই নেমে পড়লেন বিল পরিষ্কারের কাজে ৷ পরনে লুঙ্গি ও পাঞ্জাবি । হাতে গ্লাভস মুখে মাস্ক। বিলে নেমে কচুরিপানা পরিস্কার করতে ব্যস্ত তিনি । তার সঙ্গে কাজে হাত লাগিয়েছে এলাকার যুবকরা ।
স্নানের ঘাটে কচুরিপানা, সাফ করতে জলে নামলেন মন্ত্রী - bardhaman
স্নানের ঘাটে জমেছিল কচুরিপানা । আজ তা পরিষ্কার করলেন মন্ত্রী স্বপন দেবনাথ ৷
পূর্ব বর্ধমান জেলার প্রকৃতি পশুপ্রেমী সংঘের উদ্যোগে ওই বিলের দুপাশে সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে । এর আগে বিলের দু'পাশে 309 টি সুপারি গাছ রোপণ করা হয়েছে । আজ থেকে শুরু করা হয় বিলে কচুরিপানা সাফাইয়ের কাজ । মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, " বর্ধমান জেলার প্রকৃতি পশুপ্রেমী সংঘের উদ্যোগে বাঁশদহ বিলের দুপাশে 309 টি সুপুরি গাছ রোপণ করা হয়েছে । এখানে দু'টি স্নানের ঘাট আছে । যেহেতু, ঘাটে গ্রামবাসীরা স্নান করতে যান তাই এদিন থেকে কচুরিপানা সাফাইয়ের কাজ শুরু হয় । প্রতি রবিবার এই কাজ চলবে ।"