কেতুগ্রাম, 13 অগস্ট:গুলি করে ইটভাটার মালিককে খুন করল দুষ্কৃতীরা । মৃতের নাম বটুক মির্জা (55) । রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে । গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে বীরভূমের সিয়ান হাসপাতালে ভরতি করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেতুগ্রামের রাজুর গ্রামের বাসিন্দা বটুক মির্জা । কেতুগ্রামের বাদশাহী রোডে রাইখাঁ গ্রামের কাছে তাঁর একটি ইটভাটা আছে । রবিবার সন্ধ্যা নাগাদ বটুক মির্জা সেই ইটভাটাতেই ছিলেন । সেই সময় দুষ্কৃতীরা ভিতরে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি করে । তিনি ছুটে পালানোর চেষ্টা করেন, কিন্তু দুষ্কৃতীরা বটুককে ধরে নিয়ে এসে ফের তাঁকে গুলি করে ৷ তাঁর বুকে গুলি লাগে । অন্যদিকে, গুলি করার পরই এলাকা থেকে পালায় দুষ্কৃতীরা ৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে বীরভূমের সিয়ান হাসপাতালে ভরতি করা হয় । সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তাঁর শরীরে একাধিক গুলি লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন ।