ভাতার, 28 অক্টোবর : নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ভাতার থানার পুলিশ ৷
ভাতারে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি - ক্রাইম
নাবালিকার বাবা বলেন, গতকাল সন্ধ্যা নাগাদ বিস্কুটের লোভ দেখিয়ে মেয়েকে নিয়ে যায় সে ৷ পরে আপত্তিকর অবস্থায় তাকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা ৷
ধৃত ব্যক্তির নাম গৌরমোহন দাস । বিভিন্ন জায়গায় হরিনাম সংকীর্তন করে দিনযাপন করত । গত ছ'বছর ধরে ভাতার থানার কর্জনা এলাকায় বাস করছে ৷ পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল ৷ সবাই তাকে সম্মান করত । অভিযোগ, গতকাল সন্ধ্যা নাগাদ বিস্কুটের লোভ দেখিয়ে এক নাবালিকাকে জোর করে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে সে ৷ ওই নাবালিকার বাবা-মা বিষয়টি দেখে ফেলেন ৷ এরপরই নাবালিকার পরিবারের তরফে ভাতার থানায় লিখিত অভিযোগ জানানো হয় ৷
ওই নাবালিকার বাবা বলেন, গৌরমোহন দাস বছর ছয়েক ধরে তাঁদের এলাকায় বাস করছে । বলেন, "হরিনাম সংকীর্তন করে । স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকায় আমরা সকলেই তাকে সম্মান করতাম । গতকাল সন্ধ্যা নাগাদ মেয়েকে বিস্কুটের লোভ দেখিয়ে নিয়ে যায় । মেয়েটা প্রথমে যেতে চায়নি । প্রায় জোর করে টানতে টানতে নিয়ে যায় । প্রথমে কিছু মনে করিনি, কিন্তু ওইভাবে টানতে টানতে নিয়ে যাওয়ায় আমাদের সন্দেহ হয় । বাড়ি গিয়ে তাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলি । আমরা চাই ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে পরবর্তী কালে এই ধরনের ঘটনা কেউ ঘটাতে না পারে ।"