বর্ধমান, ৬ মার্চ : সাইকেল রেখে স্কুটি চুরি করে পালাল সেচ দপ্তরের কর্মী। CCTV ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম সুব্রত রায়। ঘটনাটি পূর্ব বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ডের কাছে সাইকেল স্ট্যান্ডের।
ওই স্ট্যান্ডের এক কর্মীর কাছ থেকে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি স্ট্যান্ডে এসে স্কুটি রেখে যান এক যুবক। কিন্তু পরে যখন তিনি স্কুটিটি নিতে আসেন, দেখেন স্কুটিটি নেই। এরপর ওই স্ট্যান্ডের এক সিনিয়র কর্মীকে তিনি বিষয়টি জানান। বর্ধমান থানায় যান ওই স্ট্যান্ডের কর্মী ও স্কুটির মালিক। অভিযোগ, স্ট্যান্ডের ওই কর্মীর বিরুদ্ধে কোনওরকম লিখিত অভিযোগ দায়ের না হওয়া সত্ত্বেও ঘণ্টাখানেক থানায় বসিয়ে রাখা হয়। এরপর স্কুটির মালিক ওই কর্মীর কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ৩০ হাজার টাকা আদায় করেন। তারপর ছাড়া পান ওই কর্মী।