গলসি, ২৪ ফেব্রুয়ারি : অবৈধভাবে ওভারলোডেডবালির গাড়ি চলাচলের জন্য রাস্তার অবস্থা বেহাল। এর জেরে নাকাল ছাত্রছাত্রী থেকে নিত্যযাত্রী সকলেই। প্রতিবাদে গতকাল বালির গাড়ি আটকে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। তাদের অভিযোগ, পূর্ব বর্ধমানের গলসি থানায় লোয়া-রামগোপালপুর এলাকায় দামোদর থেকে দিনে দুপুরে হাজার হাজার ট্রাক বালি ওভারলোড করে নিয়ে যাওয়া হয়। এর জেরে রাস্তার অবস্থা এতটাই বেহাল যে যে কোনও সময় যে কেউ দুর্ঘটনায় পড়তে পারে। এবিষয়ে প্রশাসনকে জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
ওভারলোডেড বালির লরির দাপট ! পিচ উঠে ধুলো উড়ছে রাস্তায়
পূর্ব বর্ধমানের গলসি থানায় লোয়া-রামগোপালপুর এলাকায় দামোদর থেকে দিনে দুপুরে হাজার হাজার ট্রাক বালি ওভারলোড করে নিয়ে যাওয়া হয়। এর জেরে রাস্তার অবস্থা বেহাল। প্রতিবাদে গতকাল বালির গাড়ি আটকে বিক্ষোভ দেখাল স্থানীয়রা।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা বদরুদ্দোজা মণ্ডল বলেন, "লোয়া-রামগোপালপুরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় দীর্ঘদিন আগে পিচের রাস্তা তৈরি করা হয়েছিল। কিন্তু দিনের পর দিন ওই রাস্তা দিয়ে দামোদর থেকে বালির গাড়ি যাওয়ার ফলে রাস্তাটি ভেঙে যায়। বর্তমানে ওটা ধুলোর রাস্তায় পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের কাছে যাওয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কেউ কোনও ব্যবস্থা নেয়নি। এদিকে রাস্তা বেহাল হওয়ার কারণে স্থানীয়দের প্রায়দিনই বিপদের মুখে পড়তে হচ্ছে।"
অন্যদিকে, এক বালির লরি চালক জানান, রাস্তা খারাপ হওয়ার জন্য তাঁদেরও গাড়ি নিয়ে যেতে খুব সমস্যায় পড়তে হয়। তিনি স্বীকার করে নেন ওভারলোডিং বালির গাড়ির কারণেই রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।