বর্ধমান, 5 জুলাই : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ হাওড়া-রাধিকাপুর এক্সপ্রেস । বর্ধমান স্টেশনে ঢোকার মুখে ট্রেনের একটা বগি লাইনচ্যুত হয় । গতি কম থাকার জন্য বড় দুর্ঘটনা ঘটেনি । যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন ৷
রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ 03053 আপ হাওড়া-রাধিকাপুর কুলিক স্পেশাল ট্রেনটি বর্ধমান স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢোকার মুখে ইঞ্জিন সংলগ্ন বগির চারটে চাকা লাইনচ্যুত হয় । এর ফলে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা । আসেন রেলের ইঞ্জিনিয়াররাও ।
যাত্রীরা জানান, বর্ধমান স্টেশনে ঢোকার মুখে হঠাৎ ট্রেনটা জোরে ঝাঁকুনি দেয় । ফলে আমরা অল্পবিস্তর চোট পাই । তখন বুঝতে পারি কিছু একটা ঘটেছে ।