কাঁথি, 25 মে : গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কাঁথির ভবানীমোড় । দু'পক্ষের সংঘর্ষে জখম হন বেশ কয়েকজন । তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।
গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কাঁথি - kanthi
গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কাঁথির ভবানীমোড় । দু'পক্ষের সংঘর্ষে জখম হন বেশ কয়েকজন । তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।
জানা গেছে, সন্ধ্যার দিকে ভবানীমোড়ের উপর দিয়ে যাচ্ছিলেন কয়েকজন । প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তাঁদের গাড়িতে বাজছিল বক্স । ভবানীমোড়ের উপর দিয়ে যাওয়ার সময় সেখানকার লোকজন বক্স বাজাতে বারণ করেন । তা নিয়ে শুরু হয় বচসা । বচসা গড়ায় হাতাহাতিতে । অভিযোগ, একপক্ষ অপরপক্ষকে রড, বাঁশ দিয়ে মারে । আহতদের হাসপাতালে ভরতি করা হয় ।
ঘটনাপ্রসঙ্গে BJP সাংগঠনিক জেলা সভাপতি তপন মাইতি বলেন, "পর্যাপ্ত পুলিশ ছিল । তাও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারল না । পুলিশের গাফিলতিতে গন্ডগোল হয়েছে । আসলে মমতা ব্যানার্জি এসবই চাইছেন ।"