পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্তানকে নিয়ে বচসার জের, যুবতির কান ছিঁড়ে নিল বড় জা - সন্তান

সন্তানকে মারায় যুবতির কান টেনে ছিঁড়ে নিল বড় জা।

আহত মনসুরা বিবি

By

Published : Feb 10, 2019, 10:53 AM IST

কালনা, ১০ ফেব্রুয়ারি : সন্তানকে নিয়ে বচসার জেরে ছোটো বউমার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল বড় বউমার বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতলে ভরতি করা হয়। ঘটনাটি কালনার নিভুজি গ্রামের।

নিভুজি গ্রামের বাসিন্দা মানসুরা বিবির ছেলে গতকাল দুষ্টুমি করছিল। এরপর তাকে মারধর করেন মানসুরা বিবি। সে কারণে শাশুড়ি ও বড় জা-র সঙ্গে বচসা বাধে তাঁর। অভিযোগ, সেই সময় তাঁর কান টেনে ছিঁড়ে নেয় বড় জা। রক্তাক্ত অবস্থায় মানসুরা বিবিকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়।

মানসুরা বিবি বলেন, "নিজের ছেলে দুষ্টুমি করছিল। তাই শাসন করার জন্য ওকে মেরেছিলাম। তখনই শাশুড়ি ও বড় জা কান টেনে ছিঁড়ে দেয়।" যদিও অভিযোগ অস্বীকার করে মানসুরা বিবির শাশুড়ি বলেন, "আমি ওকে মারিনি। দুই জা ঝগড়া করছিল। আমি দু'জনকেই চুপ করতে বলছিলাম।"

ABOUT THE AUTHOR

...view details