পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্ব বর্ধমানে শুরু ফাস্ট-ট্যাগ পরিষেবার কাজ

আজ সন্ধ্যায় পূর্ব বর্ধমানের পালসিট টোল প্লাজ়ায় গিয়ে দেখা গেল, সেখানে ফাস্ট-ট্যাগ পরিষেবা সম্পর্কে ইতিমধ্যেই গাড়ি চালকদের অবহিত করা হচ্ছে ৷ ৷ 1 ডিসেম্বর থেকে ফাস্ট-ট্যাগ লেন তৈরি করা হচ্ছে ৷ ওই লেন ছাড়া কোনও গাড়ি অন্য লেনে প্রবেশ করলে দ্বিগুণ টাকা জরিমানা দিতে হবে ৷

Fastag program
ফাস্ট-ট্যাগ পরিষেবা

By

Published : Nov 27, 2019, 10:01 PM IST

মেমারি, 27 নভেম্বর : জাতীয় সড়ক দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় আর টোল করের ঝামেলায় পড়তে হবে না ৷ 1 ডিসেম্বর থেকে অনলাইনেই সেই টাকা কেটে নেবে টোল প্লাজ়া কর্তৃপক্ষ ৷ তবে, এই সুবিধার জন্য বানাতে হবে ফাস্ট ট্যাগ কার্ড ৷ এর ফলে যেমন সময় বাঁচবে, তেমনই টোল প্লাজ়াগুলিতে যানজট থেকেও রেহাই পাওয়া যাবে ৷

আজ সন্ধ্যায় পূর্ব বর্ধমানের পালসিট টোল প্লাজ়ায় গিয়ে দেখা গেল, সেখানে ফাস্ট-ট্যাগ পরিষেবা সম্পর্কে ইতিমধ্যেই গাড়ি চালকদের অবহিত করা হচ্ছে ৷ 1 ডিসেম্বর থেকে ফাস্ট-ট্যাগ লেন তৈরি করা হচ্ছে ৷ ওই লেন ছাড়া কোনও গাড়ি অন্য লেনে প্রবেশ করলে দ্বিগুণ টাকা জরিমানা দিতে হবে ৷

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : 1 ডিসেম্বর থেকে সমস্ত জাতীয় সড়কে চালু ফাস্ট-ট্যাগ

টোল প্লাজ়া সূত্রে খবর, অনলাইনের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হবে ৷ তার আগে গাড়ির মালিককে যাবতীয় কাগজপত্র নিয়ে বিভিন্ন ব্যাঙ্ক কিংবা টোল প্লাজ়া বা অ্যামাজ়ন ইন্ডিয়ায় ফাস্ট-ট্যাগ পরিষেবা নিতে হবে ৷ পরিষেবা শুরু হলে একদিকে যেমন সময় বাঁচবে, তেমনই গাড়ির তেলও বাঁচবে ৷ এই পরিষেবা নিতে টোল প্লাজ়ায় উপস্থিত থাকতে দেখা গেল অভিনেতা বাদশা মৈত্রকেও ৷

ABOUT THE AUTHOR

...view details