পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফণীতে ধান চাষে ক্ষতি হবে না তো ? আশঙ্কায় আত্মঘাতী চাষি

আলু চাষে ক্ষতি । শোধ করতে পারেননি দেড় লাখ টাকার ঋণও । আর এবার ফণীতে ধান চাষের ক্ষতি আশঙ্কায় আত্মঘাতী হলেন এক চাষি ।

ছবিটি প্রতীকী

By

Published : May 4, 2019, 5:03 AM IST

কালনা, 4 মে : আগেই ক্ষতি হয়েছে আলু চাষে । মাঠে পড়ে আছে ধান । আর এবার ফণীর কবলে পড়ে ধান চাষে ক্ষতি হতে পারে । এই আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক চাষি । ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনার ।

মৃতের নাম শংকর ঘোষ (৬৮) । বাড়ি কালনা থানার বড় দরিয়াটন গ্রামে । গতকাল কালনা হাসপাতালে তাঁর ময়নাতদন্ত করা হয় । অস্বাভাবিক মৃত্যুর পর পরিবারের তরফে জানানো হয়, ফসলের দাম না পেয়ে দেনার দায়ে মানসিক অবসাদে ভুগছিলেন শংকর । আর তাই তিনি আত্মহত্যা করেছেন ।

শংকরের বড় ছেলে বলাই ঘোষ বলেন, "এর আগে আলু চাষে ক্ষতি হয় । সেভাবে দাম পায়নি । বিভিন্ন জায়গা থেকে প্রায় দেড় লাখ টাকার ঋণ নিয়েছিল । সেই টাকাও শোধ করতে পারেনি বাবা । তার উপর মাঠে এখনও ধান পড়ে রয়েছে । বেশ কয়েকদিন ধরেই বাবা মন-মরা হয়েছিল । ঠিক করে কথা বলছিল না কারও সাথে । আট বিঘা জমিতে ধান চাষ করেছিল । মাঠে জল থাকায় এখনও ধান কাটার কাজ শেষ হয়নি । ফণী ঝড়ে ক্ষয়ক্ষতির কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়ে । তাই মনে হয় আত্মঘাতী হয়েছে । আমরা কিছুই বুঝতে পারলাম না ।"

ABOUT THE AUTHOR

...view details