পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বর্ধমান মেডিকেলে

রোগীমৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের জুনিয়র ডাক্তার এবং নার্সের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠল মৃতের পরিবারের বিরুদ্ধে । পালটা মৃতের পরিবারের অভিযোগ, তাদের পরিবারের মেয়ে মারা গেছে বিনা চিকিৎসায় ৷ সেই বিষয়ে প্রতিবাদ করতে গেলে জুনিয়র ডাক্তার এবং হাসপাতালের কর্মীরা তাদের মারধর করেছে ।

বর্ধমান

By

Published : Sep 4, 2019, 1:09 PM IST

বর্ধমান , ৪ সেপ্টেম্বর : রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল । জুনিয়র ডাক্তার এবং নার্সদের উপর চড়াও হওয়ার অভিযোগ মৃতের পরিবারের বিরুদ্ধে । বিনা চিকিৎসায় তাদের পরিবারের মেয়ে মারা গেছে এবং তা নিয়ে বলতে গেলে জুনিয়র ডাক্তার এবং হাসপাতালের কর্মীরা তাদের মারধর করেছে বলে পালটা অভিযোগ আনে মৃতের পরিবারের লোকেরা । হাতাহাতির কারণে আহত হয় রোগীর পরিবারের এক সদস্য । বর্ধমান থানার পুলিশ আসে এবং আটক করে ছয়জনকে ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্ধমানের নীলপুরের বাসিন্দা পূজা হালদার (১৮) পারিবারিক কারণে তুঁতে খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল । মঙ্গলবার দুপুর নাগাদ তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । পূজা হালদারের পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণেই গতকাল রাতে মারা যায় সে ।

দেখুন ভিডিয়োয়

মৃত্যুর খবর পেতেই পূজার পরিবারের লোকেরা হাসপাতালের রাধারানি ওয়ার্ডে লাঠি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ । তারা জুনিয়র ডাক্তার, নার্স ও হাসপাতালের কর্মীদের মারধর এবং হাসপাতালের জিনিসপত্র ভাঙচুরের চেষ্টা করে । পালটা রোগীর পরিবার অভিযোগ করে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে সে বিষয়টা জানাতে গেলে জুনিয়র ডাক্তার এবং হাসপাতালে কর্মীরা তাদের মারধর করে । মারধরের জন্যই তাদের পরিবারের এক সদস্যের মাথা ফেটে যায় । হাসপাতাল কর্তৃপক্ষের আনা মারধরের অভিযোগকে তারা অস্বীকার করে ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বর্ধমান থানা পুলিশ । আটক হয় মৃতের পরিবারের ৬ সদস্যকে । এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details