বর্ধমান , ৪ সেপ্টেম্বর : রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল । জুনিয়র ডাক্তার এবং নার্সদের উপর চড়াও হওয়ার অভিযোগ মৃতের পরিবারের বিরুদ্ধে । বিনা চিকিৎসায় তাদের পরিবারের মেয়ে মারা গেছে এবং তা নিয়ে বলতে গেলে জুনিয়র ডাক্তার এবং হাসপাতালের কর্মীরা তাদের মারধর করেছে বলে পালটা অভিযোগ আনে মৃতের পরিবারের লোকেরা । হাতাহাতির কারণে আহত হয় রোগীর পরিবারের এক সদস্য । বর্ধমান থানার পুলিশ আসে এবং আটক করে ছয়জনকে ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্ধমানের নীলপুরের বাসিন্দা পূজা হালদার (১৮) পারিবারিক কারণে তুঁতে খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল । মঙ্গলবার দুপুর নাগাদ তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । পূজা হালদারের পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণেই গতকাল রাতে মারা যায় সে ।