ভাতার, 12 ফেব্রুযারি : মাস ছয়েক আগে জয়ন্ত সিং নামে এক যুবকের সঙ্গে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে ছিল পম্পা ৷ তারপর স্বামীর অনুরোধে শ্বশুরবাড়িতে ফিরে আসে ৷ আর গতকাল ভাতারের ছাতনি গ্রামের একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয় । এদিকে খেরুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় জয়ন্তর দেহ । পম্পাকে খুন করে সে আত্মহত্যা করেছে বলে পুলিশের অনুমান। ।
বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, প্রেমিকাকে খুন করে আত্মঘাতী যুবক? - বিবাহ বহির্ভূত সম্পর্কের জের
ভাতারের ছাতনি গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার হয় এক যুবতির দেহ । পাশাপাশি পাশের গ্রাম থেকে উদ্ধার হয় আর এক যুবকের দেহ । তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।
গতকাল সকালে ভাতার ব্লকের আমারুন পঞ্চায়েতের ছাতনি গ্রামের এক পুকুর থেকে একটি দেহ উদ্ধার হয় । সেই দেহটি পম্পার বলে দাবি করেন স্থানীয়রা । পম্পার দুই সন্তানও রয়েছে ৷ পাশাপাশি পাশের গ্রাম খেরুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় জয়ন্ত সিংয়ের দেহ । গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে ৷ দুটি দেহই উদ্ধার করে পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য তাদের দেহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷
গ্রামবাসীদের অনুমান, এই সম্পর্কের জেরেই পম্পাকে খুন করে আত্মঘাতী হয়েছে জয়ন্ত । যদিও পুলিশের তরফে এখন পর্যন্ত এবিষয়ে কিছু জানানো হয়নি ৷