পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গরিবরা যেন রেশন থেকে বঞ্চিত না হয় : স্বপন দেবনাথ

আজ পূ্র্ব বর্ধমানের রাইস মিল অ্যাসোসিয়েশনের তরফে জেলার 1000 জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ।

ছবি
ছবি

By

Published : Apr 6, 2020, 11:38 PM IST

Updated : Apr 7, 2020, 8:11 AM IST

বর্ধমান, 6 এপ্রিল : লকডাউনে স্তব্ধ রাজ্য । আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দিন আনা দিন খাওয়া মানুষ । তবে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই নানা পদক্ষেপ করা হয়েছে । বিশেষ করে যাদের রেশন কার্ড নেই তাদের ফুড কুপনের মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । এই পরিস্থিতিতে রাজ্যের গরিবরা যাতে রেশন থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর দেওয়ার কথা বললেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ।

আজ পূ্র্ব বর্ধমানের রাইস মিল অ্যাসোসিয়েশনের তরফে জেলার 1000 জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক ও জেলার অন্য প্রশাসনিক আধিকারিকরা। সেখানে থেকেই মন্ত্রীর বার্তা, এই পরিস্থতিতে যাতে কোনও গরিব মানুষ খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত না হন ও এই পরিষেবার যাতে কেউ সুযোগ না নিতে পারে, সেই বিষয়টির উপর নজর রাখতে হবে ।

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "যারা চাল কিনে সেই চাল বিলি করে সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তাঁদেরকে চাল কেনায় ছাড় দিচ্ছে বেশ কিছু রাইস মিল। এটা ভালো উদ্যোগ। পূর্ব বর্ধমান জেলায় জনসংখ্যার হিসেব করে যাদের রেশন কার্ড নেই অথচ দুঃস্থ মানুষ তাদের তালিকা করে ফুড কুপনের মাধ্যমে ছ'মাস ধরে রেশন দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে খাদ্যমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন। কোনও গরিব মানুষ যেন বাদ না যান । যাঁরা গরিব মানুষ অথচ রেশন কার্ড নেই তাঁরা যাতে রেশনের দ্রব্য সামগ্রী পায় সেজন্য খাদ্য দপ্তর বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেছে।"

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য আজ রাইস মিল অ্যাসোসিয়েশনের তরফে পূর্ব বর্ধমান জেলাশাসকের হাতে 6 লাখ টাকার চেক তুলে দেওয়া হয় ।

স্বপন দেবনাথ জানান, ইতিমধ্যেই জেলার বিভিন্ন স্কুল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেক টাকা দান করেছেন। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আশা করি রাজ্যে সবাই মিলে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করবে ।

Last Updated : Apr 7, 2020, 8:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details