পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছোবল খেয়েও চন্দ্রবোড়া সঙ্গে নিয়েই হাসপাতালে যুবক - চন্দ্রবোড়া সঙ্গে নিয়ে হাসপাতালে যুবক

চন্দ্রবোড়ার কামড় খেয়েও সেই বিষধর সাপকে শায়েস্তা করে তাকে সঙ্গে নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে গেলেন বর্ধমানের যুবক।

Chandrabora bite young man at Bardhaman
বর্ধমান

By

Published : May 2, 2020, 8:32 PM IST

বর্ধমান, 2 মে: ছোবল দিয়ে পালিয়ে যাচ্ছিল চন্দ্রবোড়া, কিন্তু তার আগেই হাতের সামনে পাওয়া কাঠের টুকরো দিয়ে বিষধর সাপের মাথায় সজোরে আঘাত করলেন যুবক। সাপটি নিস্তেজ হলে সেটিকে সঙ্গে নিয়েই স্থানীয় হাসপাতালে ছোটেন তিনি চিকিৎসার জন্যে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের নতুন হাটের ঘটনা। ওই যুবককে পরে মঙ্গলকোট হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুদ্ধি করে সাপটিকে সঙ্গে নিয়ে আসায় চিকিৎসার সুবিধা হয়েছে বলেই জানান চিকিৎসকরা।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার মঙ্গলকোটের নতুনহাটে কাঠের গোলায় বেশ কয়েকজন যুবক কাজ করছিলেন। কাঠ সরিয়ে রাখার সময়েই একটি সাপ গণেশ সাঁতরা নামের ওই যুবকের পায়ে ছোবল দেয়। মুহূর্তে বিষধর সাপটি পালানোর চেষ্টা করলে ওই যুবক পড়ে থাকা কাঠের টুকরো দিয়ে সাপটির মাথায় সজোরে আঘাত করে। কিছুক্ষণের মধ্যে নিস্তেজ হয়ে পড়ে সাপটি। এরপরই স্থানীয়রা বিষধর সাপটি সহ যুবককে নিয়ে স্থানীয় মঙ্গলকোট ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য যায়।

মঙ্গলকোট ব্লক হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবককে বিষধর চন্দ্রবোড়া সাপে কামড়েছে। কিন্তু যুবকটি সাহস করে সাপটিকে মেরে হাসপাতালে সঙ্গে নিয়ে আসায় চিকিৎসায় সুবিধা হয়েছে বলে জানান চিকিৎসকরা। তবে, পরে যুবককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details