বর্ধমান, 21 মার্চ : রাজ্য সরকারের তরফে আগেই নির্দেশিকা জারি করে কোথাও জমায়েত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে । এবার থেকে 100 দিনের কাজের ক্ষেত্রেও এই নির্দেশ পালন করা হবে । এমনই জানালেন পূর্ব বর্ধমানের জেলাশাসক । পাশাপাশি ব্লক এবং মহকুমা স্তরে কুইক রেসপন্স টিম রাখা হয়েছে । এই টিম বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেবে এবং মানুষকে সচেতন করবে ।
কর্মী কমিয়ে 100 দিনের কাজের নির্দেশ পূর্ব বর্ধমানের জেলাশাসকের - corona
রাজ্য সরকারের তরফে আগেই নির্দেশিকা জারি করে কোথাও জমায়েত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে । এবার থেকে 100 দিনের কাজের ক্ষেত্রেও এই নির্দেশ পালন করা হবে । এমনই জানালেন পূর্ব বর্ধমানের জেলাশাসক ।
জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ জেলাশাসকের দপ্তরে বৈঠক করেন কৃষি বিভাগের সচিব সুনীল গুপ্তা । সেই বৈঠকে জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি । জেলায় কোরোনা ভাইরাসের মোকাবিলায় কীধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেবিষয়েও জানতে চান তিনি । জেলা প্রশাসনের তরফে জানানো হয়, হ্যান্ড স্যানিটাইজ়ার তৈরির জন্য পূর্ব বর্ধমানের বড়শুল ও মেমারিতে দুটি সেন্টার করা হয়েছে । এই হ্যান্ড স্যানিটাইজ়ারগুলি প্রশাসনের বিভিন্ন দপ্তরে পাঠানো হবে ।
জেলাশাসক বিজয় ভারতী বলেন, "আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ IR থার্মোমিটার জোগাড় করা । এখনও 50 টি থার্মোমিটারের প্রয়োজন আছে ।" পাশাপাশি তিনি বলেন, "100 দিনের কাজ যেমন ছিল তেমন চলবে । তবে, কোনওভাবেই একসঙ্গে বেশি মানুষ জমায়েত করা যাবে না । কমসংখ্যক মানুষকে নিয়ে করতে হবে এই কাজ ।"