বর্ধমান, 31 অগাস্ট : "যে কোনও দেশের হিন্দুদের নাগরিকত্ব দেব । তবে, বাংলাদেশি মুসলিমদের তাড়াব । এবিষয়ে যেন কারোর কোনও বিভ্রান্তি না থাকে ।" আজ বর্ধমানে গিয়ে NRC ইশুতে একথা বলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
আজ দুপুরে বর্ধমানের তিনকোনিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ক্লাবে যান দিলীপ ৷ পথে বর্ধমান গুডশেড রোডে তৃণমূলের পক্ষ থেকে কালো পতাকা দেখানো হয় তাঁকে । এবিষয়ে দিলীপবাবু বলেন, "ওরা ওদের কাজ করছে ৷ আমরা আমাদের কাজ করছি ৷ আমরা চাইলে দুটো ছেলেকে পাঠাতে পারতাম তারা ওদের হাসপাতালে পাঠিয়ে দিয়ে আসত ৷ কিন্তু আমরা তা করিনি ৷ ওরা ওদের কাজ করুক ৷"
পরে লায়ন্স ক্লাবে পৌঁছে সাংবাদিক বৈঠক করেন দিলীপবাবু । সেখানে তিনি বলেন, "সুযোগ বুঝে আমরা পশ্চিমবঙ্গে NRC চালু করব ৷ সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলিম বাংলাতে আছে ৷ তারা আর্থিক, সামাজিক, রাজনৈতিক সবক্ষেত্রেই বাংলাতে লুটপাট চালাচ্ছে ৷ ওদের ভারতে থাকার কোনও অধিকার নেই ৷ আমরা ক্ষমতায় এসে যে কোনও দেশের হিন্দুদের নাগরিকত্ব দেব ।"
ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য এদিকে, গতকাল মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন । পরে তিনি জানান, এ বছর প্রত্যেক পুজো কমিটিকে 10 হাজারের পরিবর্তে 25 হাজার টাকা করে অনুদান দেওয়া হবে । যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ । বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় এখানে দুর্গাপুজো হয় না ৷ উনি এখানে দুর্গাপুজোর নিরঞ্জন বন্ধ করেছিলেন বলে হাইকোর্ট পর্যন্ত বিষয়টি গেছিল ৷ উনি এটি বুঝতে পেরে দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি করতে যাচ্ছেন ৷ দুর্গাপুজোর অনুদান দিচ্ছেন ৷ যতই করুন না কেন জুতো মেরে গোরু দান করলে লাভ হবে না ৷"