পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গাছে তৃণমূল কর্মীর দেহ, কাটমানি ফেরত না দেওয়ায় খুন ? - burdwan

কাটমানির টাকা ফেরত না পেয়ে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ । খুনের পর দেহ গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । ঘটনার প্রতিবাদে মৃত দলীয় কর্মীর দেহ নিয়ে বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস ।

মৃত দলীয় কর্মীর দেহ নিয়ে বিক্ষোভ তৃণমূলের

By

Published : Jun 27, 2019, 1:53 PM IST

Updated : Jun 27, 2019, 3:27 PM IST

বর্ধমান, 27 জুন : কাটমানির টাকা ফেরত না পেয়ে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ । খুনের পর দেহ গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । বর্ধমানের বড়নীলপুরের ঘটনা । ঘটনার প্রতিবাদে মৃত দলীয় কর্মীর দেহ নিয়ে বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস ।

মৃত তৃণমূল কর্মীর নাম পূর্ণেন্দু চ্যাটার্জি (55) । তিনি বর্ধমানের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা । তৃণমূলের সক্রিয়কর্মী হিসেবে এলাকায় পরিচিত । স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলা আবাস যোজনার আওতায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েকজনের থেকে টাকা নেন পূর্ণেন্দুবাবু । কয়েকদিন ধরেই স্থানীয়রা তাঁকে টাকা ফেরত দেওয়ার জন্য হুমকি দিতে থাকে । পূর্ণেন্দুবাবুর স্ত্রীর অভিযোগ, গতকাল রাতে তাঁদের বাড়িতে টাকা ফেরত চেয়ে BJP-র কর্মী-সমর্থকরা চড়াও হয় । পূর্ণেন্দুবাবুকে ঘর থেকে বের করে দিয়ে বাইরে তালা ঝুলিয়ে দেয় । এরপর গতকাল তাঁরা খবর পান, পূর্ণেন্দুবাবুর দেহ পাল্লা শ্রীরামপুরের কাছে একটি গাছে ঝুলছে ।

আরও পড়ুন : কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ ইসলামপুরে

মৃত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, BJP আশ্রিত গুন্ডারা পূর্ণেন্দুবাবুকে খুন করে গাছে ঝুলিয়ে দেয় । মৃতের স্ত্রী বলেন, তাঁর স্বামী কারও কাছ থেকে টাকা নেননি । তবুও তাঁকে টাকা ফেরত দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল । আমার স্বামী দুই থেকে তিন দিন সময় চেয়েছিলেন । কিন্তু তার আগেই তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দেয় । ঘটনার প্রতিবাদে পূর্ণেন্দুবাবুর দেহ নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল । তৃণমূল নেতা খোকন দাস বলেন, " লোকসভা ভোটের ফলপ্রকাশ হওয়ার পর থেকেই BJP-র কর্মী-সমর্থকরা তাঁদের উপর হামলা চালাচ্ছে । মিথ্যে মামলায় ফাঁসিয়ে দলের সক্রিয় কর্মীকে খুন করা হয়েছে । অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য পুলিশ প্রশাসনকে 24 ঘণ্টা সময় দেওয়া হয়েছে । দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে ।"

দেখুন ভিডিয়ো

ঘটনা প্রসঙ্গে জেলা BJP-র সভাপতি সন্দীপ নন্দী বলেন, এই ঘটনায় দলের কেউ জড়িত নয় ।

Last Updated : Jun 27, 2019, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details