পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘরে মহিলার নিথর দেহ, গাছে ঝুলছে স্বামী - বিছানায় পড়ে স্ত্রীর দেহ

শনিবার সকালে প্রথমে গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ধীরেন বসাককে ৷ তাঁর দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ৷ কিছুক্ষণ পর ঘরের ভিতর মৃত অবস্থায় পাওয়া যায় আলো বসাককে ৷

মহিলার মৃতদেহ

By

Published : Oct 27, 2019, 3:15 AM IST

Updated : Oct 27, 2019, 8:13 AM IST

কালনা, 27 অক্টোবর : বাড়ির বাইরে গাছে ঝুলছে এক ব্যক্তির দেহ ৷ আর ঘরের ভিতরে পড়ে আছে তাঁর স্ত্রীর নিথর দেহ । ঘটনাটি পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার গোপীনাথপুরের নারকেলডাঙা এলাকার । মৃত দম্পতির নাম ধীরেন বসাক (60) ও আলো বসাক (52) ।

শনিবার সকালে প্রথমে গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ধীরেন বসাককে ৷ তাঁর দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ৷ কিছুক্ষণ পর মৃতের ছেলে এসে বাড়িতে দেখেন, তাঁর মা বিছানায় পড়ে ৷ ডাকাডাকি করে সাড়া পাওয়া যায়নি ৷ প্রতিবেশীরা এসে দেখেন, মহিলা মারা গেছেন ৷ ফের পুলিশ এসে মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ৷

দেখুন ভিডিয়ো

স্থানীয়দের বক্তব্য, ওই দম্পতি ও তাঁদের ছেলের মধ্যে প্রায় অশান্তি লেগে থাকত । শনিবার ভোরেও তাঁদের বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ শোনা যায় ৷ পম্পা বসাক নামে এক প্রতিবেশী বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত ৷ ভোরেও চিৎকার-চেঁচামেচি শুনেছেন ৷ তার কিছুক্ষণ পর বাড়ির বাইরে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পান একজন ৷ পরে মৃতের ছেলে এসে ঘরে মায়ের মৃতদেহ দেখে ৷ প্রতিবেশীদের অনুমান, স্ত্রীকে গলা টিপে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি ৷ কারণ, ঝগড়ার সময় ধীরেন বসাক বারবার বলতেন, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হবেন তিনি ৷

2 জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Last Updated : Oct 27, 2019, 8:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details