পূর্ব বর্ধমান, 2 ফেব্রুয়ারি : আগামী 9 ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান সফরে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই সফর সূচিতে কালনায় একটি জনসভা করার কথা রয়েছে মুখ্য়মন্ত্রীর ৷ সেই সঙ্গে ওইদিন পূর্ব বর্ধমানে মাটি উৎসবের উদ্বোধন করবেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর এই সফরের আগে আজ পূর্ব বর্ধমানের মাটি তীর্থ কৃষিকথা ময়দানে প্রস্তুতি বৈঠক করলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ ৷ এদিনের বৈঠকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷
মুখ্যমন্ত্রীর সফর নিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ জানান, 9 ফেব্রুয়ারি বর্ধমানের মাটি উৎসবের উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাটি উৎসবের উদ্বোধন করার পাশাপাশি কালনায় একটি জনসভা করবেন তিনি। তারই প্রস্তুতি বৈঠক ছিল এদিন।
9 ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানে মমতা, জনসভার সঙ্গে করবেন মাটি উৎসবের উদ্বোধন - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রীর সফর নিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ জানান, 9 ফেব্রুয়ারি বর্ধমানের মাটি উৎসবের উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাটি উৎসবের উদ্বোধন করার পাশাপাশি কালনায় একটি জনসভা করবেন তিনি। তারই প্রস্তুতি বৈঠক ছিল এদিন।
পূর্ব বর্ধমান সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, জনসভার সঙ্গে করবেন মাটি উৎসবের উদ্বোধন
আরও পড়ুন : ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জয়ী সেতুর উদ্বোধন করতে পারেন মুখ্য়মন্ত্রী
বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা বলেন, ‘‘মাটি তীর্থ কৃষি কথাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। এই মেলা রাজ্যের মেলা।’’
Last Updated : Feb 2, 2021, 5:51 PM IST