পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Helicopter: বাড়িতেই হেলিকপ্টার তৈরি করে তাক লাগালেন পঞ্চম শ্রেণিতে ফেল করা রেজাউল - পূর্ব বর্ধমানের খবর

পঞ্চম শ্রেণির পরীক্ষায় পাশ করতে পারেননি পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) পূর্বস্থলী-1 ব্লকের ঘোলা এলাকার বাসিন্দা রেজাউল শেখ ৷ অথচ, সেই তিনিই কোনও রকম প্রশিক্ষণ ছাড়াই বাড়িতে তৈরি করছেন আস্ত হেলিপ্টার (Helicopter) !

class five failed man making helicopter by himself in Purba Bardhaman
Helicopter: বাড়িতেই হেলিকপ্টার তৈরি করছেন পঞ্চম শ্রেণিতে ফেল করা রেজাউল !

By

Published : Sep 15, 2022, 3:56 PM IST

পূর্বস্থলী (পূর্ব বর্ধমান), 15 সেপ্টেম্বর: পঞ্চম শ্রেণির ছাত্র থাকাকালীন হাফ ইয়ার্লি পরীক্ষার গণ্ডী পেরোতে পারেনি যে বালক, আজ পরিণত বয়সে পৌঁছে সেই তিনিই কি না, তৈরি করে ফেলেছেন আস্ত একটি হেলিকপ্টার (Helicopter) ! এমন ঘটনায় চোখ কপালে উঠেছে স্থানীয় বাসিন্দাদের ৷ এমনকী, হেলিকপ্টার দেখতে আশপাশের গ্রাম থেকেও আসছেন বহু মানুষ ৷ যাঁকে নিয়ে এত কথা, তাঁর নাম রেজাউল শেখ ৷ তিনি পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) পূর্বস্থলী-1 ব্লকের ঘোলা এলাকার বাসিন্দা ৷

ইটিভি ভারতের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন রেজাউলের বাড়িতে ৷ খোলা আকাশের নীচেই চলছে তাঁর হেলিকপ্টার তৈরির কাজ ৷ জানালেন, পঞ্চম শ্রেণির পর আর স্কুলমুখো হননি তিনি ৷ তবে, তাতে জীবনধারণের কোনও সমস্য়া হয়নি ৷ আজ রেজাউল সফল ব্যবসায়ী ৷ আর্থ মুভারের ব্যবসা রয়েছে তাঁর ৷ সঙ্গে একটি অর্কেস্ট্রা টিমও রয়েছে ৷ টাকা-পয়সার বিশেষ অভাবও কোনও দিন ছিল না ৷ কিন্তু, রেজাউলের বাবার বক্তব্য ছিল, শুধু রোজগার করলেই হবে না ৷ এমন কিছু করতে হবে যাতে দেশের মানুষ তাঁর কথা জানতে পারে ৷ সেই ভাবনা থেকেই হেলিকপ্টার তৈরি করার সিদ্ধান্ত নেন রেজাউল ৷ এই কাজে এখনও পর্যন্ত প্রায় 30 লক্ষ টাকা খরচ হয়েছে তাঁর ৷ আরও খরচ বাকি রয়েছে ৷

বাড়িতেই তৈরি হচ্ছে হেলিকপ্টার ৷

আরও পড়ুন:20 মাস বয়সেই জোড়া রেকর্ড ! চিনে নিন হুগলির 'বিস্ময় শিশু' ভ্রাজিষ্ণুকে

রেজাউল জানান, প্রথম দিকে তাঁর হেলিকপ্টার তৈরির পরিকল্পনা শুনে সকলেই হাসাহাসি করত ৷ কিন্তু তাতে রেজাউলের উৎসাহে ভাটা পড়েনি এতটুকু ৷ কলকাতা, পানাগড়-সহ বিভিন্ন জায়গা থেকে হেলিকপ্টার তৈরির সরঞ্জাম নিয়ে এসে কাজ শুরু করেন রেজাউল ৷ কর্ণাটক থেকে হেলিকপ্টারের ইঞ্জিন আনার বরাত দেওয়া হয়েছে ৷ তিনি জানান, তাঁর এই বাহনে সব মিলিয়ে পাঁচজনের বসার ব্যবস্থা আছে ৷ তবে, এটি যাত্রীবাহী হেলিকপ্টার নয় ৷ বরং ভারী পণ্য পরিবহণের কথা মাথায় রেখেই এটি তৈরি করছেন তিনি ৷ কাজ শেষ হতে এখনও মাস ছয়েক সময় লাগবে তাঁর ৷

লোকমুখে রেজাউলের হেলিকপ্টারের জানতে পেরেছিলেন কালনার বেগপুরের বাসিন্দা রফিক শেখ ৷ কীভাবে তৈরি হচ্ছে সেই যান, তা দেখতেই পূর্বস্থলী পৌঁছে যান তিনি ৷ রফিক বলেন, ভোটের সময় নেতা, মন্ত্রীরা আসেন হেলিকপ্টারে চড়ে ৷ কিন্তু, এভাবে এর আগে কখনও হেলিকপ্টার তৈরি হতে দেখেননি তিনি ! সেটা দেখতেই রেজাউল শেখের বাড়িতে আসা ৷

ABOUT THE AUTHOR

...view details