পূর্বস্থলী (পূর্ব বর্ধমান), 15 সেপ্টেম্বর: পঞ্চম শ্রেণির ছাত্র থাকাকালীন হাফ ইয়ার্লি পরীক্ষার গণ্ডী পেরোতে পারেনি যে বালক, আজ পরিণত বয়সে পৌঁছে সেই তিনিই কি না, তৈরি করে ফেলেছেন আস্ত একটি হেলিকপ্টার (Helicopter) ! এমন ঘটনায় চোখ কপালে উঠেছে স্থানীয় বাসিন্দাদের ৷ এমনকী, হেলিকপ্টার দেখতে আশপাশের গ্রাম থেকেও আসছেন বহু মানুষ ৷ যাঁকে নিয়ে এত কথা, তাঁর নাম রেজাউল শেখ ৷ তিনি পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) পূর্বস্থলী-1 ব্লকের ঘোলা এলাকার বাসিন্দা ৷
ইটিভি ভারতের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন রেজাউলের বাড়িতে ৷ খোলা আকাশের নীচেই চলছে তাঁর হেলিকপ্টার তৈরির কাজ ৷ জানালেন, পঞ্চম শ্রেণির পর আর স্কুলমুখো হননি তিনি ৷ তবে, তাতে জীবনধারণের কোনও সমস্য়া হয়নি ৷ আজ রেজাউল সফল ব্যবসায়ী ৷ আর্থ মুভারের ব্যবসা রয়েছে তাঁর ৷ সঙ্গে একটি অর্কেস্ট্রা টিমও রয়েছে ৷ টাকা-পয়সার বিশেষ অভাবও কোনও দিন ছিল না ৷ কিন্তু, রেজাউলের বাবার বক্তব্য ছিল, শুধু রোজগার করলেই হবে না ৷ এমন কিছু করতে হবে যাতে দেশের মানুষ তাঁর কথা জানতে পারে ৷ সেই ভাবনা থেকেই হেলিকপ্টার তৈরি করার সিদ্ধান্ত নেন রেজাউল ৷ এই কাজে এখনও পর্যন্ত প্রায় 30 লক্ষ টাকা খরচ হয়েছে তাঁর ৷ আরও খরচ বাকি রয়েছে ৷