ইলামবাজার, 3 মে : এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ইলামবাজারের ছোটো চকপুর গ্রাম । গতকাল সকাল থেকে BJP ও তৃণমূলকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় । অভিযোগ, এলাকায় বোমাবাজি করে দু'দলের কর্মীরা ।
এলাকা দখলকে কেন্দ্র করে BJP-তৃণমূল সংঘর্ষ - tmc
এলাকা দখলকে কেন্দ্র করে BJP-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ইলামবাজারের ছোট চকপুর গ্রাম।
তৃণমূল কার্যালয়
এবারের লোকসভা ভোটে ইলামবাজারে এলাকায় BJP লিড রয়েছে । নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরেই এলাকায় BJP বিজয় মিছিল করে । তারপর থেকেই এলাকায় বিক্ষিপ্ত অশান্তি শুরু হয় । এরপর এলাকা দখলকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয় । অভিযোগ , তৃণমূল কার্যালয় লক্ষ্য করে বোমা ছোড়ে BJP কর্মীরা ।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় ইলামবাজার থানার পুলিশ । তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এখনও ঘটনাস্থানে রয়েছে পুলিশ ও কমব্যাট ফোর্স।