মেমারি, 25 এপ্রিল : কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে উন্নতমানের মাস্ক তৈরি করেছে ক্লাস ইলেভেনের বিজ্ঞান বিভাগের ছাত্রী দিগন্তিকা বোস । তার তৈরি এই মাস্ক ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক COVID- 19 সলিউশন চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত হয়েছে । ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন-ইন্ডিয়ার (NIF) তরফে ই-মেইলের মাধ্যমে দিগন্তিকাকে জানানো হয়েছে তার পাঠানো ' Air providing and virus destroying mask ' মনোনীত হয়েছে । দিগন্তিকা এই মাস্ক ব্যবহারে সম্মতি দিচ্ছে কি না তা জানতে চাওয়া হয়েছে তার থেকে ।
ক্লাস ইলেভেনের ছাত্রীর বানানো মাস্ককে স্বীকৃতি দিচ্ছে কেন্দ্র
কোরোনা সংক্রমণ রোধে বিজ্ঞান সম্মত মাস্ক বানিয়েছে মেমারির ক্লাস ইলেভেনের এক ছাত্রী । তার এই মাস্ক NIF-এর তরফে মনোনীত হয়েছে ।
মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখার ক্লাস ইলেভেনের ছাত্রী দিগন্তিকা। মেমারির তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিগন্তিকা কোরোনা ভাইরাস সংক্রমণ রোধে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাস্ক তৈরি করেছে । সেই মাস্ক খতিয়ে দেখেন ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন স্বশাসিত সংস্থা ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন ইন্ডিয়ার বিজ্ঞানীরা । দিগন্তিকার বাবা সুদীপ্ত বসু বলেন, "দিগন্তিকা যে মাস্ক তৈরি করেছে তা ব্যবহার করলে শ্বাস-প্রশ্বাস নেওয়ার সময় ধূলিকণা ও ভাইরাসমুক্ত বাতাস ফুসফুসে প্রবেশ করবে । এই মাস্ক ব্যবহার করতে পারবেন কোরোনা আক্রান্তরাও । সেক্ষেত্রে তাঁর নিঃশ্বাস, হাঁচি থেকে নির্গত ড্রপলেটের মধ্যে থাকা ভাইরাস নষ্ট করার ক্ষমতা রয়েছে এই মাস্কের ।
তিনি আরও বলেন , "বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন স্বশাসিত সংস্থা ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন ইন্ডিয়ার বিজ্ঞানীরা এই মাস্ককে বাজারে নিয়ে আসতে আগ্রহী বলে জানিয়েছেন । ই-মেইলে বলা হয়েছে, তাঁরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চান । তাই দিগন্তিকার থেকে অনুমতি চাওয়া হয়েছে । ইতিমধ্যেই আমাদের তরফ সেই সম্মতি দেওয়া হয়েছে।" এদিকে নিজের তৈরি মাস্ক NIF-এর তরফে স্বীকৃতি পাওয়ায় খুশি দিগন্তিকাও । এই মাস্ক সাধারণ মানুষের কাজে এলে তার এই উদ্যোগ সফল হবে বলে মনে করছে সে ।