পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট ছেড়ে ভাত-ঘুম জওয়ানদের !

জামালপুরের আমড়া প্রাথমিক বিদ্যালয়ের 80 নম্বর বুথে ভাতঘুম কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের । পরে ওই বুথের পোলিং অফিসাররা তাঁদের ডেকে তোলেন ।

By

Published : Apr 29, 2019, 4:23 PM IST

Updated : Apr 29, 2019, 4:31 PM IST

কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

জামালপুর, 29 এপ্রিল: একদিকে রোদের মধ্যে লম্বা লাইনে প্রতীক্ষারত ভোটারদের ভিড় । আর অন্যদিকে ভোটকেন্দ্রেরই একটি ঘরে খাওয়া-দাওয়া করে দুপুরের ভাত-ঘুম দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান । এই ছবিই ধরা পড়েছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত জামালপুরের আমড়া প্রাথমিক বিদ্যালয়ের 80 নম্বর বুথে ।

বুথের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ভোটাররা । অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য বুথে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । কিন্ত যেখানে জওয়ানদের বন্দুক কাঁধে নিয়ে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সেখানে তাঁরাই নাক ডেকে ঘুমোচ্ছেন !

ভিডিয়োয় দেখুন

বেঞ্চের উপরে শুয়ে ঘুমোতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানকে । পরে পোলিং অফিসাররা ওই জওয়ানদের ডাকতে যান । বেশ কয়েকবার ডাকার পর তাঁরা ঘুম থেকে ওঠেন । পোলিং অফিসাররা তাঁদের ডিউটির কথা স্মরণ করিয়ে দেন । এর পর উঠে তাঁরা সংশ্লিষ্ট বুথে নিজেদের ডিউটি শুরু করেন ।

Last Updated : Apr 29, 2019, 4:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details