বর্ধমান, 20 মার্চ : রবিবার বর্ধমান শহরজুড়ে ব্যবসা বনধের ডাক দিল ব্যবসায়ী সংগঠন । আজ চেম্বারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ধমান শহরের মাছ, সবজি-সহ সমস্ত দোকানপাট বন্ধ রাখা হবে ৷ তবে এই দোকান বন্ধের জন্য সোমবার জিনিসপত্রের দাম কোনওভাবে বাড়বে না বলেও জানানো হয়েছে ৷
কোরোনা-আতঙ্ক : রবিবার বর্ধমান শহরে ব্যবসা বনধের ডাক - কোরোনা ভাইরাসের চিকিৎসা
বর্ধমান শহরের মাছ, সবজি-সহ সমস্ত দোকানপাট বন্ধ রাখা হবে ৷ রবিবার বর্ধমান শহরজুড়ে ব্যবসা বনধের ডাক দিল ব্যবসায়ী সংগঠন ।
ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, রাজ্য সরকার ব্যবসায়ীদের কালোবাজারি রুখতে বারবার সচেতন করছে । আজ চেম্বার অফ ট্রেডার্সের পক্ষ থেকে ব্যবসায়ীদের জানানো হয়, জিনিসপত্রের দাম নিয়ে কোনওভাবেই যেন কোনও ব্যবসায়ী কালোবাজারির সঙ্গে সঙ্গে যুক্ত না থাকে । এমন কী, তাদের বলা হয়েছে কারও কালোবাজারি করার প্রমাণ পাওয়া গেলে প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে । সে ক্ষেত্রে কিন্তু কোনওভাবেই ব্যবসায়ী সংগঠন তাদের পাশে দাঁড়াবে না ।
চেম্বার অফ ট্রেডার্সের সাধারণ সম্পাদক চন্দ্র বিজয় যাদব বলেন, "যেভাবে ব্যবসায়ীদের দিকে কালোবাজারি হচ্ছে বলে আঙুল তোলা হচ্ছে, তারই প্রতিবাদে তারা রবিবার বর্ধমান শহরে ব্যবসা বনধের ডাক দিয়েছেন । এই বনধ হলেও সোমবার যখন বাজার খুলবে, তখন জিনিসপত্রের দামের কোনও পরিবর্তন হবে না । তবে ব্যবসায়ীদের কালোবাজারি রুখতে সচেতন করা হয়েছে ।"