বর্ধমান , 18 এপ্রিল : বিভিন্ন বাজারে অভিযান চালাল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন । লকডাউনের মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে । নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন । কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় চলছিল দোকানপাট । এর পরেই এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটদের বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেয় প্রশাসন । আজ এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট , পুলিশ, টাস্কফোর্সের যৌথ কমিটি বিভিন্ন বাজারে অভিযান চালায় ।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশাসনের জানতে পারে পূর্ব বর্ধমান জেলায় নিত্যপ্রয়োজনীয় নয় এমন জিনিসের দোকান খুলে রাখা হচ্ছে । জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় গাড়ি নিয়ে অনেকে বের হচ্ছে । নির্ধারিত সময়ের বাইরে মুদিখানা, মিষ্টির দোকান খুলে রাখা হচ্ছে। রাস্তায় মানুষের জমায়েত বাড়ছে । এছাড়া আরও কিছু অভিযোগ জমা পড়ে । এরপরে চারজন এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে পুলিশ ও টাস্কফোর্সের সদস্যরা যৌথভাবে অভিযান চালায় । এই টাক্সফোর্সে কৃষি বিপণন ,লিগাল, মেটেরোলজি, খাদ্য, পরিবহন দপ্তরের আধিকারিক ও কর্মীদের রাখা হয়েছে ।
এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে অভিযানে পুলিশ ও টাস্কফোর্স - burdwan
লকডাউনকে সফল করতে এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে অভিযানে পুলিশ ও টাস্ক ফোর্স ।
ছবি
পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী জানান, কোনওভাবেই লকডাউন ভাঙা যাবে না । এদিকে লকডাউনের সুযোগ নিয়ে যাতে কেউ জিনিসপত্রের দাম বাড়াতে না পারে সেজন্য ম্যাজিস্ট্রেট, পুলিশ ও টাস্কফোর্সের সদস্যরা যৌথভাবে এলাকা পরিদর্শন করছে ।