জামালপুর, 21 এপ্রিল : নির্বাচনের আগে তিন কৌটো বোমা উদ্ধার করল পুলিশ । পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামের পাটশিমুলের ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় জামালপুর থানার পুলিশ। তারা ঘটনাস্থান থেকে বোমগুলি উদ্ধার করে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জামালপুরে উদ্ধার বোমা, অভিযোগ পালটা অভিযোগ BJP-তৃণমূলের - tmc
পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামের পাটশিমুল গ্রাম থেকে তিন কৌটো বোমা উদ্ধার করল পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
গতকাল পাটশিমুল গ্রামে তাপস ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে পাঁচিল তৈরি কাজ চলছিল । সেইসময় মিস্ত্রিরা দেওয়ালের পাশে তিনটি কৌটো দেখতে পান । কৌটো খুলে তার মধ্যে বারুদ মেলে । সেটি ছুঁড়ে দেন । ফলে কৌটোর ভিতরে থাকা বোমা ফেটে যায়।
স্থানীয় তৃণমূল নেতা আসরফ আলি বলেন, "এই এলাকায় কোনও দিন অশান্তির পরিবেশ ছিল না। কিন্তু, BJP ভোটের আগে অশান্তি তৈরি করার জন্য ওখানে বোমা মজুত করা শুরু করেছে। শুধু তাই নয় ওই এলাকায় আগ্নেয়াস্ত্রও মজুত করা হচ্ছে। আজ যে বোমা উদ্ধার হয়েছে তার পিছনে BJP-র হাত আছে ।" যদিও BJP-র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়, "ওই এলাকায় তৃণমূল কংগ্রেস অশান্তি ঘটনার জন্য বোমা রেখেছিল । ঘটনার সঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই ।"