খণ্ডঘোষ, 11 মে : ভোটের আগে উদ্ধার হল বোমা । পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের ওয়াড়ি গ্রামের ঘটনা । ঘটনাস্থানে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে ।
ভোটের আগে খণ্ডঘোষে উদ্ধার ব্যাগ ভরতি বোমা - Boma recover
গোষ্ঠী সংঘর্ষের ছয় দিন পর উদ্ধার হল ব্যাগ ভরতি বোমা । পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের ওয়াড়ি গ্রামের ঘটনা ।
ছ'দিন আগে খণ্ডঘোষের ওয়াড়ি গ্রামের আলিপুর এলাকায় গোষ্ঠীসংঘর্ষের জেরে শেখ কামরুল নামে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল । ওই ঘটনায় নাম জড়ায় এক তৃণমূল নেতা সহ নয় তৃণমূল কর্মীর । CPI (M) নেতৃত্বের বক্তব্য, মৃত ব্যক্তি তাদের দলীয় কর্মী । পাশাপাশি একই দাবি তৃণমূলের তরফ থেকেও করা হয় । এরইমধ্যে আলিপুর গ্রামের কয়তার পাড় এলাকায় আজ সকালে একটি ব্যাগের মধ্য থেকে উদ্ধার হয় বেশকিছু বোমা ।
স্থানীয় বাসিন্দা শেখ হালিম বলেন, "কয়তাড় পাড়ে আমার একটি পোল্ট্রি ফার্ম আছে । সকালে ফার্মে যাওয়ার সময় একটি ব্যাগ পড়ে থাকতে দেখি । তারপরই খবর দিলে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে ।"