গলসি (পূর্ব বর্ধমান), 5 এপ্রিল : রবিবার রাতে বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব বর্ধমানের গলসির 1নং ব্লকের আটপাড়া গ্রাম। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়িগুলিও কেঁপে ওঠে ৷ ঘটনায় শেখ ফটিক নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগের তির স্থানীয় বাসিন্দাদের ৷ সেই বোমা মজুত করে রেখেছিল বলে অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় গলসি থানার পুলিশ। বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহতের খবর নেই ৷ শেখ ফটিককে গ্রেফতার করা হয় ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গলসি 1নং ব্লকের আটপাড়া গ্রাম প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়িগুলিও কেঁপে ওঠে। গ্রামবাসীদের অনুমান, শেখ ফটিক নামে স্থানীয় এক দুষ্কৃতী বোমা মজুত করেছিল ৷ সেই বোমাই বিস্ফোরণ হয়েছে । প্রাথমিক তদন্তের পর পুলিশ শেখ ফটিককে গ্রেফতার করেছে। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে গলসিতে একটা শিশু শিক্ষা কেন্দ্রের বাথরুমে বিস্ফোরণ ঘটেছিল। সেই ঘটনার পর ভোটের আগে ফের একবার বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়েছে গলসিতে।
বিস্ফোরণে কেঁপে উঠল গলসি, গ্রেফতার 1 দুষ্কৃতী - গ্রেফতার 1 দুষ্কৃতী
বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব বর্ধমানের গলসির 1নং ব্লকের আটপাড়া গ্রাম ৷ ঘটনায় কোনও হতাহতর খবর নেই ৷ এই বিস্ফোরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শেখ ফটিক নামে স্থানীয় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে গলসি থানার পুলিশ ৷
বিস্ফোরণে কেঁপে উঠল গলসি, ঘটনা গ্রেফতার 1 দুষ্কৃতী
আরও পড়ুন : তৃণমূল কার্যালয়ে বিস্ফোরণ, আহত তিন
গ্রামবাসী সুতুল চৌধুরী বলেন, ‘‘গতকাল রাতে আমরা কয়েকজন প্রতিবেশী বসে গল্প করছিলাম। হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। আমরা ছুটে গিয়ে দেখি সেখানে বোমা বিস্ফোরণ হয়েছে। তবে সেখানে কেউ না থাকায় কোনও হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ আসে। কে বা কারা সেখানে বোমা রেখেছিল আমরা জানি না। তবে আমরা সবাই আতঙ্কে রয়েছি।’’