বর্ধমান, 6 মে: তিনদিন ধরে হাসপাতালের মর্গে পড়ে রয়েছে এক মহিলার মৃতদেহ । মহিলার ছেলে বিজেপি কর্মী ৷ পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ভয়ে ওই মহিলার ছেলে ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গিয়েছে ৷ এমনকি বিজেপি নেতাদের পক্ষ থেকেও কেউ কোনও যোগাযোগ না করায় মর্গে মৃতদেহটি পড়ে রয়েছে । বিজেপি নেতা-কর্মীদের এই আচরণে ক্ষোভ জমেছে দলেরই একাংশ কর্মীদের মধ্যে ।
গত মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরের নবগ্রামে বিজেপি-তৃণমূলের সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয় ৷ ওইদিন কাকলি ক্ষেত্রপাল, শাহাজান শা ও বিভাস বাগের মৃত্যু হয় । এদের মধ্যে কাকলি ক্ষেত্রপাল ছিলেন বিজেপি কর্মী আশিস ক্ষেত্রপালের মা । শাহাজান শা ও বিভাস বাগ ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী । ঘটনার পরেই ওই গ্রাম পুরুষশূন্য হয়ে যায় । পালিয়ে বেড়াতে শুরু করেন কর্মীরা । ঘটনায় পুলিশ 11 জনকে গ্রেফতার করে ।
এদিকে আশিস ক্ষেত্রপাল ঘটনার পর থেকে পালিয়ে বেড়াতে থাকায় তাঁর মায়ের মৃতদেহের ময়নাতদন্ত হয়ে যাওয়ার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের হাতে তুলে দিতে পারেনি । শুধু তাই নয়, বিজেপি নেতা-কর্মীদের তরফেও কেউ হাসপাতালে যায়নি । অন্যদিকে যে দুই তৃণমূল নেতা খুন হয়েছিল তাঁদের মৃতদেহ ময়নাতদন্ত হয়ে যাওয়ার পরে শেষকৃত্য সম্পন্ন হয়েছে ।
বিজেপি কর্মীদের মতে, যেহেতু একজন বিজেপি কর্মী খুন হয়েছেন এবং তাঁর ছেলে পালিয়ে বেড়াচ্ছে, তাই বিজেপি নেতৃত্বের উচিত ছিল ওই পরিবারের পাশে দাঁড়ানো । কিন্তু পূর্ব বর্ধমান জেলার কোনও বিজেপি নেতা ওই পরিবারের পাশে দাঁড়াননি ৷ যোগাযোগ করারও চেষ্টা করেননি বলে অভিযোগ উঠেছে । এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে পরিবারের লোক ছাড়া মৃতদেহ অন্য কারো হাতে দেওয়ার নিয়ম নেই । তাই তিনদিন পরও মৃতদেহ মর্গেই পড়ে আছে ।
আরও পড়ুন: ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি-ভাঙচুর