বর্ধমান, 3 জুন : নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ঘরছাড়া ছিলেন বিজেপি কর্মী সাগর পণ্ডিত । দু'দিন আগে বাড়ি ফিরে কাজে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ ৷ বর্ধমানের বৈকুন্ঠপুর পঞ্চায়েতের শ্রীরামপুরের এই ঘটনা স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।
তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই পূর্ব বর্ধমান জেলা জুড়ে প্রায় হাজার দুয়েক বিজেপি কর্মী ঘরছাড়া বলে প্রশাসনের কাছে অভিযোগ জানায় জেলা বিজেপি নেতৃত্ব । এরপরেই প্রশাসনের তরফে ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরানোর উদ্যোগ নেওয়া হয় । সেইমত দু'দিন আগে নিজের বাড়িতে ফেরেন সাগর পণ্ডিত । তিনি বৈকুন্ঠপুর পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার বিজেপির বুথ সভাপতি ছিলেন । অভিযোগ তিনি বাড়ি থেকে বের হয়ে কাজে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা তাঁকে মারধর করে ৷ মাথায় আঘাত লাগলে তিনি সেখানেই সংজ্ঞাহীন হয়ে পড়েন ৷ খবর পেয়ে অন্যান্য কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । সাগর পণ্ডিতের অভিযোগ, শ্রীরামপুর গ্রামে বিজেপি অনেক ভোটে এগিয়ে ছিল ৷ সেই রাগ থেকেই তাঁকে মারধর করা হয়েছে ।
আরও পড়ুন :মুকুল-জায়াকে দেখতে হাসপাতালে অভিষেক, শুভ্রাংশুর সঙ্গে কথা