ভাতার, 9 মে : "রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দিয়ে অপমান করা হয়েছিল ৷ তাই বাংলার ছেলেরা সেই নোবেল চুরি করে নিয়েছে।" বিশ্বকবির 161তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন ভাতারের তৃণমূল-কংগ্রেস বিধায়ক মানগোবিন্দ অধিকারী (Bhatar TMC MLA on rabindranath tagore nobel prize) ।
সোমবার ভাতার ব্লক তৃণমূল-কংগ্রেসের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী উৎসব পালন করা হয় । সেই উৎসবে প্রধান অতিথি ছিলেন ভাতারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে গিয়েছিল একটা কারণেই, সেটা হল বিশ্বকবিকে নোবেল দিয়ে অপমান করা হয়েছিল । সেই কারণেই বাংলার ছেলেরা সেই নোবেল চুরি করে নিয়েছে ।"