ভাতার,11অগাস্ট: ভাতার থানার পুলিশ রবিবার রাতে নাকা চেকিং করার সময় জাতীয় সড়কের উপরে নাসিকগ্রামের পুরাতন রাইস মিলের সামনে পাঁচজন লোককে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে৷ সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয় ৷ চলে তল্লাশিও ৷ উদ্ধার হয় রড, দুটো ভোজালি ৷ গ্রেপ্তার হয় ওই পাঁচ ব্যক্তি ৷
বড়সড় ডাকাতির ছক বানচাল ভাতার থানার পুলিশের,গ্রেপ্তার 5 - nasikgram old rice mill
নাকা চেকিং এর সময় নাসিকগ্রামের পুরাতন রাইস মিলের সামনে থেকে গ্রেপ্তার পাঁচ ব্যক্তি ৷ উদ্ধার রড, রসা, দুটো ভোজালি ৷
বড়সড় ডাকাতির ছক বানচাল ভাতার থানার পুলিশ,গ্রেপ্তার 5
পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল উত্তম দাস,মন্টু দাস, সন্ন্যাসী দাস, নব দাস এবং সঞ্চিত সাঁতরা ৷ প্রথম চারজনের বাড়ি নাসিকগ্রামে । শুধু সঞ্চিত সাঁতরার বাড়ি কুলনগরে । এখন খতিয়ে দেখা হচ্ছে তারা কোথায় ডাকাতি করতে যাচ্ছিল ৷ তাদের সঙ্গে আরও কেউ জড়িয়ে আছে কিনা তা নিয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ ৷