জামালপুর, 30 জুন:দল বদলে টুম্পা এবার সিপিএমে । তৃণমূল কংগ্রেসে টিকিট না পেয়ে সিপিএমের টিকিটে প্রার্থী হয়েছেন টুম্পা মালিক । 2021 বিধানসভা নির্বাচনে সিপিএমের টুম্পা সোনা প্যারডি গান ভাইরাল হয়েছিল । গান জনপ্রিয়তা পেলেও সেবার সিপিএম জেতেনি । আর তখন এই টুম্পা (মালিক) ছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা পঞ্চায়েতের সদস্য । এবার সেই টুম্পা বামে আসতেই তাকে জেতানোর জন্য ময়দানে নেমেছে সিপিএম ।
টুম্পা মালিক । 2018 সালে পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘি পঞ্চায়েতের মণিরামবাটি ইলামবাজার এলাকায় 22 নং সংসদের 185 নং বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন । তিনি জয়ীও হন । তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কথা তুলে ধরে টুম্পা সাধারণ মানুষের কাছে যান । কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের আর টিকিট দেওয়া হয়নি । অভিমানে টুম্পা যোগ দেন সিপিএমে । সিপিএম তাঁকে পঞ্চায়েতের টিকিট দেয় ।
স্থানীয় ও গ্রামবাসীদের কাছ থেকে জানা গিয়েছে, টুম্পা মালিক গত পঞ্চায়েত নির্বাচনে চকদিঘি পঞ্চায়েত থেকে জয়লাভ করেন ৷ তাঁর সময়ে গ্রামে বেশকিছু কাজকর্মও হয় । দলের ছেলেরা চেয়েছিল গ্রামের উন্নতি হোক । তৃণমূল কর্মীরা যথাযথ সম্মান পাক । অথচ দেখা যাচ্ছে আজ তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন সেই আজাদ রহমান সিপিএমে থাকাকালীন তৃণমূল কংগ্রেসের ছেলেদের উপরে অত্যাচার করতেন । কিন্তু তৃণমূল কংগ্রেস তাঁকেই পঞ্চায়েতের টিকিট দিয়েছে ।
এই বিষয়টি টুম্পা মালিক কিংবা তার অনুগামীরা মেনে নিতে পারেননি । ফলে তাঁরা সদলবলে সিপিএমে যোগ দেন । এই প্রসঙ্গে টুম্পা মালিক বলেন, "তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি চকদিঘি পঞ্চায়েতের মণিরামবাটির এলাকার পঞ্চায়েত সদস্য ৷ আমার পরিবার দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত । পরে আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিই । দেখা যাচ্ছে আমার বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একজনকে প্রার্থী করা হয়েছে । সেটা আমি জানতে পারিনি । এদিকে পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামের অনেক উন্নয়নমূলক কাজ করেছি । তাই গ্রামবাসীরা আমাকে ছাড়তে রাজি নয় । তাই আমি তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিই ।"