পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ওজনে কারচুপির অভিযোগ, রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ আউশগ্রামে

আউশগ্রাম ব্লকের ধাড়াপাড়া এলাকার ওই রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ, আটা দেওয়ার সময় ওজনে কারচুপি করছিল সে ।

ছবি
ছবি

By

Published : Apr 7, 2020, 8:07 PM IST

আউশগ্রাম, 7 এপ্রিল : রেশন দেওয়ার সময় আটার ওজনে কারচুপির অভিযোগ। পূর্ব বর্ধমানের আউশগ্রামে রেশন ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। পরে পুলিশের গাড়ির চালকের সঙ্গেও বচসা বাধে উত্তেজিত জনতার। শেষমেশ পুলিশি তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ।

স্থানীয়দের তরফে জানা গেছে, আউশগ্রাম ব্লকের ধাড়াপাড়া এলাকায় এক রেশন ডিলারের কাছে স্থানীয় দরিয়াপুর, লক্ষ্মীগঞ্জ, গোপীনাথবাটি, সুকান্তপল্লি সহ বেশ কয়েকটি গ্রামের মানুষজন রেশন তুলতে আসেন। আজ ওই দোকানে বিনামূল্যে চাল,ডাল,গম,আটা, চিনি দেওয়া হচ্ছিল। এর মাঝে কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, আটা দেওয়ার সময় ওজনে কারচুপি করা হচ্ছে । গ্রাহকদের সঙ্গে বচসা বাধে রেশন ডিলারের।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় গুসকরা ফাঁড়ির পুলিশ । প্রথমে গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করে পুলিশ। পরে পুলিশের গাড়িচালক লাঠি নিয়ে গ্রামবাসীদের দিকে তেড়ে গেলে গ্রামবাসীরা তাকে মারধর শুরু করে । খবর পেয়ে আরও পুলিশ পৌঁছায় ঘটনাস্থানে । শেষমেশ রেশন ডিলার ক্ষমা চাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

এ বিষয়ে রেশন ডিলারের ছেলে সুব্রত কোনার বলেন, "আটার প্যাকেট 50 গ্রাম করে কম ছিল, সেটা প্রথমে বোঝা যায়নি। যারা কম পেয়েছে, তাদের বাকি আটা দিয়ে দেওয়া হবে ।"

ABOUT THE AUTHOR

...view details