পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ পূর্ব বর্ধমানে

কাটমানি ফেরতের দাবিতে খণ্ডঘোষে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা । বললেন, আমরা ভদ্রলোকের মেয়ে , পেটের দায়ে কাজ করতে এসেছি , কাটমানির টাকা ফেরত চাই ।

কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ পূর্ব বর্ধমানে

By

Published : Jul 5, 2019, 9:25 AM IST

Updated : Jul 5, 2019, 2:13 PM IST

খণ্ডঘোষ, 5 জুলাই : 100 দিনের কাজ করেছিলেন । তারপরেও তাঁদের টাকা দেওয়া হয়নি । প্রতিবাদে খণ্ডঘোষ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবী রায়ের বিরুদ্ধে পোস্টার লিখে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । এছাড়াও আবাস যোজনার ক্ষেত্রেও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । তাঁদের দাবি ছিল অবিলম্বে কাটমানির টাকা ফেরত দিতে হবে ।

স্থানীয় সূত্রে খবর, পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকে 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা বিভিন্ন প্রকল্পে টাকা আত্মসাৎ করা ও কাটমানি খাওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবী রায়ের বিরুদ্ধে । 2013 সাল থেকে 100 দিনের কাজে তিনটি পুকুর সংস্কারের কাজ হয়েছে । সেই পুকুর সংস্কারের কাজ করার পরেও গ্রামবাসীরা টাকা পাননি ।

স্থানীয় বাসিন্দা কল্পনা দে বলেন, "আমরা পেটের দায়ে 100 দিনের কাজ করছি । এক মাস পাঁচ দিন কাজ করেছিলাম । কিন্তু প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবী রায় সেই টাকা আত্মসাৎ করে নিয়েছে । আমরা পেটের দায়ে খাটতে বেরিয়েছি । সেই টাকা আত্মসাৎ করা হয়েছে । তাই প্রতিবাদে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাই ।"

দেখুন ভিডিয়ো

অপর এক বাসিন্দা রুপালি খাতুন বলেন, "আবাস যোজনা প্রকল্পে বাড়ি করার জন্য তার মায়ের ব্যাংকের অ্যাকাউন্টে 1 লাখ 62 হাজার টাকা জমা পড়েছিল । সেই টাকা থেকে 40 হাজার টাকা নেন বাসবী রায় । এছাড়াও হুমকি দিয়ে জানান, ওই টাকা না দেওয়া পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না । সেইমতো আগেই টাকা নিয়ে নেন তিনি, দাবি রুপালির ।

গ্রামবাসীদের বক্তব্য, তাঁরা বহুদিন ধরে 100 দিনের কাজ করছে । তবুও কোনও টাকা পাননি ।

Last Updated : Jul 5, 2019, 2:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details